সঞ্চয়ন মিত্র, কলকাতা: ট্রামে চড়ে টিকিট কাটতে সমস্যায় পড়েছেন? পকেটে খুচরো নেই? এটা এখন আর কোনও সমস্যাই নয়। পকেট থেকে স্মার্টফোন বের করে কিউআর কোড স্ক্যান করে নিন আর ডিজিটালি ট্রামের ভাড়া মিটিয়ে দিন। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে কলকাতার ট্রাম যাত্রীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আপাতত রাজাবাজার রুটের সমস্ত ট্রামে এই পরিষেবা পাওয়া যাবে। এ মাসের ২০ তারিখ থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। মার্চ মাসের মধ্যে ধাপে ধাপে কলকাতার সমস্ত ট্রাম রুটে এই পরিষেবা চালু হয়ে যাবে। 




প্রত্যেক কন্ডাক্টরের কাছে কিউআর কোড সম্বলিত একটি কার্ড থাকবে। যাত্রীরা সেই কার্ড স্ক্যান করে  তারপর ইউপিআই পিন দিয়ে ভাড়া মেটাতে পারবেন। পেমেন্ট হওয়ার পর মোবাইল স্ক্রিনটি দেখালে কন্ডাক্টর সমমূল্যের টিকিট দিয়ে দেবেন। এর ফলে খুচরো পয়সার সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। আধুনিক হবে পরিষেবা।