কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-র পর এবার তাঁর শ্যালিকাকেও নোটিস দিল সিবিআই। আনন্দপুরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছে সিবিআই, জানা যাচ্ছে এমনটাই।


আজ সকালে কয়লাকাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস দেয় সিবিআই। কয়লা মামলায় সাক্ষী হিসেবে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেকের স্ত্রীকে নোটিস, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে। সকালে কালীঘাটের বাড়িতে অভিষেকের স্ত্রী না থাকায় যোগাযোগের ফোন নম্বর দিলেন গোয়েন্দারাই। 


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা-কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২টোর কিছু পরে কালীঘাটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন ৫ সিবিআই আধিকারিক। কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিস? এই বিষয়ে সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি।


টাকা কে পাঠিয়েছে? কোথা থেকে ট্রান্সফার হয়েছে? কেন হয়েছে? এই ব্যাপারে বিস্তারিত না জানালেও, সিবিআই সূত্রের দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে জমা পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সিবিআই সূত্রের দাবি, এই অভিযোগের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে প্রশ্ন করতে চায় গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, নোটিস দেওয়া হয়েছে সিআরপিসির ১৬০ ধারায়। জানানো হয়েছে, রুজিরাকে কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান। 


বিকেলের দিকে সিবিআই নোটিসের প্রতিলিপিও সোশ্যাল সাইটে প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’


সন্ধের দিকে ফের অভিষেকের শ্যালিকাকে সিবিআই নোটিস দেওয়ায় গোটা ঘটনায় আরও কিছুটা বাড়ল রাজনৈতিক উত্তাপের পারদও।