আশাবুল হোসেন, রুমা পাল, কলকাতা: সদস্য সংগ্রহ অভিযানে জোর দিল তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।  মঙ্গলবার বিধানসভায় ২৪টি জেলার সভাপতিদের সঙ্গে বৈঠক করেন সংগঠনের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে ঠিক হয় আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় সদস্য সংগ্রহ অভিযান হবে। 


তবে সদস্য হওয়ার ক্ষেত্রে কোনও টাকা লাগবে না বলেই জানান হয়েছে। এই মুহূর্তে  তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা প্রায় সাত লক্ষ। তবে এবার সেই সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে নামছে শাসক দলের কর্মী ফেডারেশন। মঙ্গলবার বিধানসভায় বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে হাজির হয়েছিলেন প্রতিটি জেলার সভাপতিরা। হাজির ছিলেন জেলা কমিটির সদস্যরা।


বৈঠকে সিদ্ধান্ত হয় চুক্তিভিত্তিক সরকারি কর্মী  যারা সদস্য হতে ইচ্ছুক, তাদের সহযোগী সদস্য করা হবে। বৈঠকে এও সিদ্ধান্ত হয়েছে, জেলা কমিটি থেকে দুজন করে সদস্য নিয়ে রাজ্য স্তরে অ্যাড হক কমিটি গঠন হবে। শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে সেই কমিটি গঠন করা হবে। 


তৃণমূল সমর্থক সরকারি কর্মচারী সংগঠনের এই রকম বৈঠক অনুষ্ঠিত হল প্রায় এক বছর বাদে। কর্মচারীদের সিংহভাগ শাসকদলের সঙ্গে থাকলেও সংগঠনের রাজ্য বা জেলা স্তরের কোথাও পূর্ণাঙ্গ কমিটি নেই। জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়েছে এ দিনের বৈঠকে।


সংগঠনের চেয়ারম্যান হিসেবে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে লক্ষ লক্ষ ম আনুষ আসছেন। অর্থের বিনিময়ে কাজ করা বা অকারণে কাজ আটকে রাখার অভিযোগ না থাকে। রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী এই অভিনব পদক্ষেপ করেছেন। তা কার্যকর করার দায়িত্ব সরকারি কর্মচারীদের, এ কথাও বৈঠকে জানিয়েছেন তিনি বলে সূত্রের খবর। 


এই সংগঠনের দেখভাল করতেন শুভেন্দু অধিকারী। দলত্যাগের পর আর এই সংগঠন নিয়ে বৈঠক হয়নি। রাজ্য বা জেলা স্তরে কোথাও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি৷  তবে এবার নতুন করে সাজানো হবে কর্মচারী সংগঠন, এমনটাই খবর।