প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে মিলেছে নতুন তথ্য, খবর সিবিআই সূত্রে। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ, খবর সিবিআই সূত্রে। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা, খবর সিবিআই সূত্রে। এই সূত্রে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এমনটাই খবর তদন্তকারী সংস্থা সূত্রে। 


কয়লা পাচার মামলায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। অভিষেকের স্ত্রী রুজিরা ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডে আর্থিক লেনদেনের তথ্য পেতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, রবিবার দুপুর ২টোর কিছু পরে কালীঘাটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে।


সিবিআই সূত্রের দাবি,কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি। 


সিবিআই সূত্রে আরও দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে কলকাতা হয়ে জমা পড়ে তাইল্যান্ডের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। সিবিআই সূত্রে দাবি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছিল। কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়।


গোয়েন্দাদের সন্দেহ, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সেই আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে প্রশ্ন করতে চান গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে সিআরপিসির ১৬০ ধারায়। তাতে জানানো হয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দা। তবে তাঁকে সিবিআই দফতরে তলব করা হচ্ছে না।