Kalyan Attacks Sougata: 'চোর..' প্রসঙ্গ টেনে আক্রমণ কল্যাণের ! ' BJP থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী..', পাল্টা সৌগত
Kalyan Attacks Sougata: কল্যাণের নিশানায় সৌগত, কী বললেন তৃণমূল সাংসদ ?

কলকাতা: 'বিজেপির থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী কল্যাণ' বলেন সৌগত রায়। আর এরপরেই তৃণমূলের বর্ষীয়ান নেতাকে 'চোর' বলে সম্বোধন কল্যাণের। তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে একহাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'দলের ভাবমূর্তি সৌগত রায়ের জন্যই নষ্ট হয়েছে।'
আরও পড়ুন,সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ! ধুন্ধুমার মুর্শিদাবাদের জঙ্গিপুরে..
'লড়াইটা আমি পার্লামেন্টের ভিতরে করি'
এদিন TMC সংসদীয় দলে বেনজির সংঘাত, সৌগত রায়কে জোর নিশানা কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে। দলের ভিতর কাদা ছোড়াছুড়িতে পড়েনি যবনিকা। বরং বিরোধীদের নিয়েও প্রশংসা ফিরছে। প্রেক্ষাপট আলাদা। তবে এবার নবীন প্রবীণ নয়, নাইবা আরজি কর ইস্যু, এবার এদিন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাকে ইচ্ছে গরম দেখানো যায় না। এটা তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের ভিতরে করি। অন্য কেউ করে না।'
' একটা সেশনে আসব না, দেখে নেবে, তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কী পার্লামেন্টে ?!'
এরপর সকলের দিকে তাঁকিয়ে বলেন, তোমরাই বলো না, গলার আওয়াজ কার শুনতে পাও ?' এখানেই শেষ নয় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,' একটা সেশনে আসব না, দেখে নেবে, তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কী পার্লামেন্টে ?! এরপরেই কটাক্ষ করেন। মিমিক্রির সুরে বলেন, ওভাবে ডাকলে হবে না, মোদি মুর্দাবাদ ! এদিন সৌগত রায়কে জোর নিশানা করেন তিনি।
'চোর..'
এরপরেই একহাত নেন। স্পষ্ট বলেন, কোন পাওয়াটা অপব্যবহার করেছি, সেটা তো সৌগত রায়কে বলতে হবে। আমাদের দলে দিদি, যা বলেন তাই হয়। দিদি যা বলেছেন, সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্যও নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার প্রসঙ্গ তুলে বলেন সৌগত রায়ের জন্য তখন দলের ভাবমূর্তি নষ্ট হয়নি ? সেদিন সৌগত রায় পালিয়ে যেত। ১৬-১৭-১৮ সালের কথা ভাবুন না। যখন চোর চোর চোর করত। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগতরাই রায়রাই করেছে, নারদার থেকে।'
'পুলিশকে বলার মতো ঘটনাই বা ঘটবে কেন ?'
মূলত সৌগত রায় বলেন, '৪ এপ্রিল আমাদের সাংসদরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে। আমি মিছিলে যাইনি। বিজয় চকে অপেক্ষা করছিলাম। আমি চোখে দেখিনি।', দলের মর্যাদা ক্ষুন্ন হয়েছে মানতে নারাজ সৌগত রায়। পুলিশকে বলার মতো ঘটনাই বা ঘটবে কেন ?' পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সৌগত রায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
