ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হাসিমুখে উমাকে বিদায়৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাত্রা দুর্গার। বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা।


বছরভর হাজারো ব্যস্ততা। কিন্তু উত্সবের এই কটা দিনটা একেবারেই আলাদা। লাইট, ক্যামেরা, অ্যাকশন ভুলে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠলেন রূপোলি জগতের একঝাঁক তারকা। 


এবছর অক্ষরমালার অর্ঘ্য দিয়ে, মাতৃবন্দনার আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার আরবানা আবাসনে। দশমীর সকালে ঢাকের বোলে বরণ করা হয় দেবীকে। সিঁদুর খেলায় মেতে ওঠেন আবাসিকরা।


মা ফিরে যাচ্ছেন কৈলাশে৷ কেন যে এই দিনটা আসে। কেন যে ঢাকের বোলে বিসর্জনের বোল বেজে ওঠে। মন মানতে চায় না। মনে হয়, যেতে নাহি দিব। তবু তো যেতে দিতে হয়। 


বিজয়ায় মাতল বাঙালি। সিঁদুর খেলা, মিষ্টিমুখ। উত্সব শেষের আনন্দে সামিল হলেন তারকারাও। বিজয়া দশমী। প্রতিবার এই দিনটাকে ছুঁয়ে থাকে বিষাদমাখা আনন্দ। ঢাকের তালে বিদায় জানানো হয় প্রাণ-প্রিয় উমাকে।


উত্সবের শেষ লগ্নে আনন্দে সামিল তারকারাও। সার্কুলার রোডে, নিজের আবাসনে সিঁদুর খেলায় মেতে ওঠেন অভিনেত্রী পাওলি দাম। ছিলেন, মুনমুন সেন, রাইমা সেন, জুন মালিয়া, সোহিনী সরকার, উষশী চক্রবর্তী, তনুশ্রী, রণিতা সহ একগুচ্ছ অভিনেত্রী। 


বিয়ের পর প্রথম পুজো। ত্রিধারা সম্মিলনীর পুজোয়, বধূবেশে মাকে বরণ করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। সঙ্গে ছিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও। পুজো শেষ। মাকে বিদায় জানানোর পালা। নাচে-গানে সেই বিদায় বেলাকেই যেন নতুন করে রাঙিয়ে তোলা! নভোটেলেও দশমীর বরণ অনুষ্ঠানে মেতে ওঠেন তারকারা। 


মাঝে কয়েকদিনের ছুটি। ফের ব্যস্ত শিডিউলে ফিরবেন টালিগঞ্জের কলাকুশলীরা। সেই সঙ্গে অপেক্ষা থাকবে, আরও একটা বছরের।


আরও পড়ুন: Durga Puja 2021: শোভবাজার রাজবাড়ির দর্শনীয় বিসর্জন; মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা, উড়ল নীলকণ্ঠ


আরও পড়ুন: Durga Puja 2021 Pandal: ভারতচক্রের মণ্ডপ সজ্জায় জুতোর ব্যবহার নিয়ে মামলায় এখনই হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট