সঞ্চয়ন মিত্র ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবারের মতো গৌরীকে বিদায়। চিরাচরিত প্রথা মেনে মাঝগঙ্গায় নিরঞ্জন হল শোভাবাজার রাজবাড়ির দশভুজার। আবার একটা বছরের অপেক্ষা।
মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা। উমার শ্বশুরবাড়িতে ফেরার বার্তা নিয়ে উড়ল নীলকণ্ঠ পাখি। ঘরের মেয়েকে এবারের মতো বিদায়। শোভবাজার রাজবাড়ির মহাপুজোর মতোই নিরঞ্জন-পর্ব এমনই দর্শনীয়। নিজস্বতায় স্বতন্ত্র।
পরিবারের প্রবীণ থেকে নবীন, স্ত্রী-পুরুষ সবাই হাজির হয় বিসর্জনে। এতকাল ধরে চলে আসা রীতি ২৬৫ বছরেও একই রকম রয়ে গেছে। দশমীর সকালে পুজোর পর দর্পণে হয় বিসর্জন। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷
শোভাবাজার রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র জানিয়েছেন, আমাদের পুরোহিত মাকে সিঁদুর পরান, তারপর সেই সিঁদুর বাড়ির মেয়েরা পড়ে। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় যেমন কনকাঞ্জলি দেওয়া হয়, রাজবাড়ির বড় তরফের পুজোয় দুর্গাকে কৈলাসে ফেরার সময়ে কনকাঞ্জলি দেওয়া হয়। রুপোর রেকাবিতে করে দশভুজার উদ্দেশ্যে নিবেদন করা হয় চাল, সোনা ও পান৷
দেবরাজ মিত্রের কথায়, চল ছিল গিনি সোনা দেওয়ার, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, রুপোর থালায় সোনার গিনি দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয়। কনকাঞ্জলি দিয়ে শুরু হয় উমার বিদায় পর্ব।
৪০ জন বাহকের কাঁধে চেপে, শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে। সেই সময়ে ৬০টি গ্যাস বেলুনের সাহায্যে ওড়ানো হয় শোলার নীলকণ্ঠ।এবারের মতো দেবী-বিদায়। একবছরের প্রতীক্ষা। অপেক্ষায় থাকে রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির ঠাকুরদালান, ঝাড়বাতি।
আরও পড়ুন: Durga Puja 2021: নবমীর রাতে দুর্গা মন্দিরে চুরি, বিগ্রহের গয়না-সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট
আরও পড়ুন: Durga Puja 2021: নবমীতে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস, নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
আরও পড়ুন: Durga Puja 2021: বিজয়া দশমী থেকে দশেরা, আজকের দিনের গুরুত্ব কতখানি?