কলকাতা: ২০২২-এ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (M)। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBBSE) তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠক করা হয়। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২২-এ ৭ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।


কবে কী পরীক্ষা জেনে নিন


৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা


মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। পরিস্থিতি বুঝে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে বলেই জানিয়ে দিল পর্ষদ ডিসেম্বরের শেষ দিকে হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এদিন সাংবাদিক বৈঠকে এও জানানো হয়েছে যে, সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা সংক্রমণের গ্রাফ কোনদিকে যায় সেই দিকে নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 


 






প্রায় দু-মাস পর ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। স্কুল খোলার (School Reopening) পরই জোড়া পরীক্ষায় সরকারের নজর। আগেই জানানো হয়েছিল মার্চের (March) প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এরপর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।


সূত্রের খবর, পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবং এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrence Exam) পরীক্ষা হবে। জোড়া পরীক্ষা নিয়ে নবান্নের অনুমোদনের পরই দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। পূর্ব প্রতিশ্রুতি মতোই কালীপুজোর আগে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুলের উপরেই ছেড়েছিল সরকার।