কলকাতা: ২০২২-র মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিকের (HS Exam) নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে।
মাধ্যমিকের (Madhyamik Routine) কবে কী পরীক্ষা দেখে নিন...
- ৭ মার্চ প্রথম ভাষা
- ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
- ৯ মার্চ ভূগোল পরীক্ষা
- ১১ মার্চ ইতিহাস পরীক্ষা
- ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
- ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
- ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
- ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
অন্যদিকে জানানো হয়েছে, একই দিনে দ্বাদশ-একাদশের (Class 11) পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সংসদ। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। ১৫ ফেব্রুয়ারি (February) থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exam) হবে। করোনার সংক্রমণের কথা মাথায় রেখে হোম সেন্টারেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা।
কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে।
আরও পড়ুন: Adhir Attacks TMC: রাজ্যে বাড়ছে আরএসএসের শাখা, কী করছে তৃণমূল,এবার পাল্টা প্রশ্ন অধীরের
আরও পড়ুন: Rajib Banerjee: "শুধু ভাষণবাজিতে বিশ্বাসী, বঙ্গ বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে,'' হুঁশিয়ারি রাজীবের
প্রায় দু-মাস পর ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। স্কুল খোলার (School Reopening) পরই জোড়া পরীক্ষায় সরকারের নজর। আগেই জানানো হয়েছিল মার্চের (March) প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এরপর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।
সূত্রের খবর, পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবং এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrence Exam) পরীক্ষা হবে। জোড়া পরীক্ষা নিয়ে নবান্নের অনুমোদনের পরই দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। পূর্ব প্রতিশ্রুতি মতোই কালীপুজোর আগে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুলের উপরেই ছেড়েছিল সরকার।
করোনা আবহে কীভাবে স্কুল চলবে সেই গাইডলাইনের (Covid guidline) খসড়া তৈরি হয়ে গিয়েছে। গাইডলাইন অনুযায়ী এক সময়ে সব ক্লাস করা যাবে না, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পড়ুয়াদের ভিড় এড়াতে স্কুল শুরু ও ছুটির সময়েও বদল করা হয়েছে। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ দেওয়া হবে। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম থাকছে।
একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের টিফিন খেতে হবে ক্লাসের মধ্যেই। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্যতামূলক। স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা।