অষ্টমী, নবমী, দশমী, তিনদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আন্দামান সাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। সেটাই এই বৃষ্টির কারণ। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে বৃষ্টির অসুর! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর প্রাইমটাইম। অষ্টমীতেই কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীতে কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে। দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর উত্সবে এই বৃষ্টির ভ্রুকুটির কারণ নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর, আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। ১৫ অক্টোবর তা দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে।
এর জেরে ১৩ অক্টোবর থেকেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আবহাওয়া ভাল থাকবে। সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি।
আজ ষষ্ঠী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন চলেছে। বিল্ববৃক্ষের তলায় আরাধনা। উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। প্রতিমা দর্শনে মণ্ডপ-মুখী কলকাতা। করোনা বিধি মেনে মণ্ডপে প্রবেশ নিষেধ। তবু মণ্ডপমুখী দর্শক। বাইরে থেকই চলছে দেবী দর্শন।
সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন আজ ৷ বোধনের পর দেবীর অধিবাস ৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী--সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা ৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে ৷ রীতিমত শুচিশুদ্ধ হয়ে।
আরও পড়ুন: WB Corona Cases: ষষ্ঠীতে সুখবর, রাজ্যে কমল করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা
আরও পড়ুন: Howrah: হাওড়ার শালিমার ভড়পাড়া রোডে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার