কলকাতা: গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৬০। আজ ষষ্ঠীতে সংখ্যাটা কমে হল ৬০৬। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭৬,৯৪৩ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে সোমবার করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৪৯ জন। গতকালের তুলনায় ৯ জন কম। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।  সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৮,৯১৪ জন। গতকালের বুলেটিন অনুযায়ী ওই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১১ জনের। পাশাপাশি রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বেশ কয়েকদিন ধরেই এই সংখ্যাটা স্থিতিশীল। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫৯৭ জন। এ নিয়ে করোনাকালে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৫০,৩৮০ জন। 


অন্যদিকে উত্সবের মরশুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৭১ হাজার ৬০৭।


অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন। পাশাপাশি, একদিনে সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৬৩ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৫১ হাজার ৪১০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৮ লক্ষ ৪৪ হাজার ৮৬১।


আরও পড়ুন: East Midnapore: নিখোঁজ হওয়ার প্রায় একমাস পর দেওয়ালের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার বৃদ্ধার দেহ


আরও পড়ুন: Birbhum: সিউড়িতে গাড়ির ধাক্কায় মৃত ২, প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর