সঞ্চয়ন মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে আজও অব্যাহত শীতের আমেজ (Winter)। বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। 


রবিবার অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের  থেকে ৩ ডিগ্রি কম। এ বছরের জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature)। চলতি মরসুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। 


মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে খবর। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ হবে। 


আরও পড়ুন: Murshidabad: ৮ বছরেও তৈরি হয়নি মুর্শিদাবাদ-আজিমগঞ্জ রেলপথ, 'চাকরির দাবিতে আন্দোলনে সমস্যা' মেটাতে উদ্যোগী রেল


অন্যদিকে, বিভিন্ন জেলাতেও রয়েছে জাঁকিয়ে শীতের আমেজ। ৩০ জানুয়ারি (January) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আংশিক মেঘলা আকাশ থাকবে আজ। এই সপ্তাহের  শুরুতে পরিষ্কার আকাশ থাকলেও, এখন আংশিক মেঘলা আকাশ। এই  সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বিস্তৃত এলাকা জুড়ে ধোঁয়াশা থাকায় সকালের দিকে দৃশ্যমানতা আজও কম। আংশিক পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৩-৬৩ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩.৬ কিলোমিটায়/ঘণ্টা। 


পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। সেখানে আজকের সর্বোচ্চ তাপমাত্র ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬২ শতাংশ, ন্যূনতম ৩০ শতাংশ।