কলকাতা: শীতের আমেজ (Winter) বজায় থাকলেও ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা (Temparature)। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী দু’তিনদিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় গতকাল নামল পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও নামতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নামবে পারদ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার পূর্বাভাস ছিল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের আমেজ। সোমবার থেকে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ফের বৃষ্টির ভ্রুকুটি।
গত বৃহস্পতিবার আড়াই ডিগ্রি নেমেছিল পারদ। নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নেমেছিল তাপমাত্রার পারদ। এ দিন জানানো হয়েছে দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে ছিব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নামবে পারদ। ধীরে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের আমেজ।
আরও পড়ুন: Malda: গাজোলে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল ভিন রাজ্যের এক শ্রমিকের
আরও পড়ুন: Hoogly News: স্বামী ও কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ গৃহবধূর, আহত মহিলা নিজেও