ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) আড়ালে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণার (Fraud) ফাঁদ। লেক থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লেক থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশ (Kolkata Police)। যেখানে হাতেনাতে পাকড়াও করা হয় ৪ জনকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৯ লক্ষ ৯১ হাজার টাকা। এছাড়া ২টি CPU ও ২টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। কীভাবে চলত প্রতারণা, খতিয়ে দেখা হচ্ছে।


অভিযোগ, নানা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় বসে প্রতারণার জাল ছড়ানো হয়েছিল দেশে-বিদেশে। মঙ্গলবার রাতে, গোপন সূত্রে খবর পেয়ে, যৌথভাবে অভিযান চালায় লেক থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশ। যে বাড়ি থেকে গোটা চক্র চালানোর অভিযোগ, সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রমেশ রায় নামে এক ব্যক্তি, লেক থানা এলাকার বাসিন্দা। শ্রীকান্ত দাস নামে আর এক ব্যক্তির বাড়ি মহেশতলায়। ধৃত জাস্টিন সৌমেন গোমসের বাড়ি হরিদেবপুর থানা এলাকায়। বেনিয়াপুকুরের বাসিন্দা ধৃত সনম আলি। 


এদিকে,কয়েকদিন আগেই ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ৩টে কল সেন্টারে হানা দিয়ে এক মহিলা-সহ ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রতারকদের মোডাস অপারেন্ডি ছিল, কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। সম্প্রতি ভুয়ো কল সেন্টারের আড়ালে এভাবে ভিনদেশিদের প্রতারণা করা হচ্ছে বলে পুলিশ জানতে পারে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪১টা মোবাইল ফোন, প্যান কার্ড, ডেবিট কার্ড-সহ একাধিক নথি। 


আরও পড়ুন- ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা ! গ্যাং পাকড়াও বিধাননগরে