কলকাতা: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের সাতশো পার। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৪,১৩৯। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৫৪ জন। এই সময়ে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ১৫,৩৭, ৭৩২ জন। 


এদিকে রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, মৃত্যুতে শীর্ষে নদিয়া। নদিয়ায় একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে, ৫৯ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে ১৩২ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এই সময়পর্বে ২ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১২৫ জন আক্রান্ত হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। 


দেশে কলকাতা-সহ অন্যান্য রাজ্যের ২৩টি জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। কলকাতা-সহ দেশের ২৩টি জেলায় পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি। 'জেলায় উপেক্ষা করুন ভিড়' এমনটাই হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। উল্লেখ্য, দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও, ১৫ শতাংশের বেশি বেড়েছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। 


একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪। ১৮৭ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ১৭ হাজার ৭২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১ লক্ষ ৯ হাজার ৬৫১। 


আরও পড়ুন: Murshidabad: জঙ্গিপুরে অভিষেকের সভাতেই তৃণমূলে যোগ কংগ্রেস বিধায়ক মইনুল হকের