অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নরেন্দ্র মোদির জনসভা জনসভা উপলক্ষে ব্রিগেডে আসছেন বিজেপির বহু কর্মী-সমর্থক । তবে এত কর্মী-সমর্থকদের ভিড়েও কিছু কিছু মানুষ নিজস্ব স্বকীয়তায় উজ্জল। এদের মধ্যে অন্যতম নারায়ণ চট্টোপাধ্যায় ৷ শোভাবাজারের বাসিন্দা নারায়ণ। এদিন তিনি পরেছিলেন মোদি কুর্তা। যে কুর্তা আবার এসেছে গুজরাত থেকে।


কুর্তার গায়ে রয়েছে নরেন্দ্র মোদির ছবি আর নয় অন্যায় এর প্রতীক চিহ্ন এবং স্লোগান। এদিন এই কুর্তা পাঞ্জাবি পড়েই ব্রিগেডে এসেছিলেন বিজেপির এই নেতা। করোনাকালে গোমূত্র পান করিয়ে একবার পুলিশের হাতে ধরা পড়েন নারায়ণ। বিভিন্ন সময় বিভিন্ন গিমিক দিতে ওস্তাদ এই নেতা। কখনও মোদি সন্দেশের বিতরণ তো কখনও মোদিজীর উদ্দেশ্যে পায়রা ওড়ানো। আর এদিন তিনি পরেছিলেন মোদির ছবি সম্বলিত এই পাঞ্জাবি।




মাথায় গেরুয়া পাগড়ি, তাতে রয়েছে স্টোনের কাজ। পাগড়ি এসেছে রাজস্থান থেকে আর পাঞ্জাবি এসেছে গুজরাত থেকে ৷ নারায়ণের দাবি গুজরাতের এক বিজেপি নেতা তাঁকে ভালোবেসে এই পাঞ্জাবি পাঠিয়েছেন। জনপ্রিয়তায় মোদি রয়েছেন শীর্ষে, তাই শুধু মোদির ছবি সম্বলিত পাঞ্জাবি তিনি পরেছেন ৷ এমনটাই জানিয়েছেন এই বিজেপি নেতা। বিধানসভা নির্বাচনেও এই পোশাকেই প্রচার করবেন। এতে লাভও রয়েছে যথেষ্ট ৷ কারণ এক দিকে মাথায় রোদের তাপ কম লাগবে,অন্যদিকে এই অভিনব পাঞ্জাবি আকর্ষণ করবে ভোটারদের। এমনটাই দাবি এই নেতার। বিজেপির কোনও কর্মী সারা শরীরে পতাকা দিয়ে মুড়ে দিয়েছেন তো দেবজিৎ সরকারের মতো কোনও নেতা পরেছেন একদম আদ্যোপান্ত সাদা ধুতি পাঞ্জাবি পায় পাম সু। তবে সবার নজরে অবশ্য মোদি কুর্তা পাঞ্জাবি।