অ্যাশলে বেশ কয়েকমাস ধরে ঠিক করেছিলেন, কোচিনের একটি পাঁচতারা হোটেলে বিয়ে করবেন তিনি। বিয়ে হওয়ার কথা মঙ্গলবার অর্থাৎ আজ। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারেন, মঙ্গলবার রাতে বিয়ের জন্য হোটেলের হল পাওয়া যাবে না। রাষ্ট্রপতি লাক্ষাদ্বীপ যাওয়ার পথে এদিনই এক রাতের জন্য ওই হোটেলে এসে উঠছেন। নিরাপত্তা আধিকারিকরা তাই কোনও অনুষ্ঠান এই রাতে তাজে হওয়ার অনুমতি দিচ্ছেন না। নিরুপায় অ্যাশলে বাধ্য হয়ে টুইট করেন খোদ রাষ্ট্রপতি ভবনকে। বলেন, আপনারা কিছু করতে পারবেন, যাতে আমাদের বিয়েটা ওই হোটেল থেকে সরাতে না হয়?
রাষ্ট্রপতির নির্দেশে এরপরই তাঁর অফিস সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেয়, হোটেলের হলে বিয়ের অনুষ্ঠানে কোনও বাধা না দিয়েই নিরাপত্তার আয়োজন করতে হবে। ফলে নিরাপদে হয়েছে আজকের বিয়ে। অ্যাশলে ধন্যবাদ জানিয়েছেন হোটেল আধিকারিক ও সরকারি আধিকারিকদের। বলেছেন, তাঁর আশা, রাষ্ট্রপতির আশীর্বাদে তাঁদের বিবাহ সত্যিই শুভ হবে।