মুম্বই: ধৃত কর্ণ জোহর ঘনিষ্ঠ ক্ষিতিজ রবি প্রসাদকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। এনসিবি-র দাবি, মুম্বইয়ের বড় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত ক্ষিতিজের।


জেরায় উঠে এসেছে বলিউডের আরও কয়েকজনের নাম। এনসিবি-র নজরে আরও কয়েকজন বড় তারকা। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, পাল্টা দাবি ক্ষিতিজের।


মাদক-যোগের অভিযোগে গতকাল কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেফতার করে এনসিবি।


যদিও কর্ণ জোহর সেই অভিযোগ উড়িয়ে দেন। শুক্রবার ফের এক বিবৃতি জারি করে কর্ণ বলেন, আমার বাড়ির পার্টি নিয়ে যা অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। পার্টিতে কোনওরকম ড্রাগ নেওয়া হয়নি। আমি কোনও দিন ড্রাগ নিইনি এবং কাউকে নিতেও উৎসাহ দিইনি।


এরমধ্যেই, ক্ষিতিজের ভারসোভার বাড়িতেও হানা দেয় এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। এনসিবি সূত্রে দাবি, ক্ষিতিজ নিয়মিত ভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে।


মাদক মামলায় আগেই অঙ্কুশ আংরেজা নামে এক ড্রাগ পেডলারকে গ্রেফতার করেছে এনসিবি। এনসিবি সূত্রে দাবি, এই অঙ্কুশই বলিউডে হাইপ্রোফাইল ব্যক্তিত্বদের এমডিএমএ-র মতো ড্রাগ, গাঁজা সরবরাহ করতেন। আর করণ ঘনিষ্ঠ ক্ষিতিজের মাধ্যমেই মাদক পৌঁছে যেত অন্যদের কাছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ক্ষিতিজ।