নয়াদিল্লি: এবার বিরোধীহীন রাজ্যসভায় পাস হল শ্রম বিল। এর আগে শ্রম বিল পাস করানো নিয়ে তীব্র আপত্তি জানায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি।
কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বৃদ্ধি, স্থায়ী চাকরির পরিবর্তে চুক্তিভিত্তিক কাজ সহ এই বিলের একাধিক বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তাদের দাবি। শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের পেশ করা শ্রম বিলে শ্রমিক স্বার্থ সুরক্ষিত বলে দাবি করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
এদিকে এদিনও কৃষি বিলের প্রতিবাদে একজোট বিরোধীরা। সংসদ ভবন চত্বরে প্রতিবাদে সামিল হন বিরোধী সাংসদরা। সংসদ চত্বরে বাইরে বিরোধী সাংসদদের লং মার্চ হয়।
দিল্লিতে শুরু বিরোধী নেতাদের বৈঠক। সেখানে পরবর্তী রণকৌশল নির্ধারণে চলছে বৈঠক। বিকেলে পাঁচ বিরোধী নেতা যাচ্ছেন রাষ্ট্রপতিভবন। ৫ বিরোধী নেতার সঙ্গে কথা বলবেন রামনাথ কোবিন্দ।
অন্যদিকে, বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে পঞ্জাব সরকার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা কেরল সরকারেরও। মন্ত্রিসভার বৈঠক আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা।