লেহ্: ভিন্ ধর্মের তরুণীর সঙ্গে পলায়ন এবং বিয়ে। তার 'মাশুল' গুনতে হল বাবাকে! লাদাখে এমনই অভিযোগ করছেন বিজেপি-র বর্ষীয়ান নেতা। তাঁর অভিযোগ, বৌদ্ধ কন্যার সঙ্গে পলায়ন করে তাঁর ছেলে (Inter-Caste Marriage)। তার বিয়েও করেন দু'জনে। সেই নিয়ে কৈফেয়ত চাওয়া হয়েছিল তাঁর কাছে। তিনি পরিকল্পনায় যুক্ত ছিলেন কিনা জানতে চাওয়া হয়। কিন্তু তাঁর উত্তর মনে ধরেনি রাজ্য নেতৃত্বের। তাই দল থেকে বের করে দেওয়া হয়েছে তাঁকে। খারিজ করা হয়েছে সদস্যপদ। (Ladakh BJP)
লাদাখ বিজেপি-র বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, দলের এতদিনের অভিজ্ঞ নেতা নাজির আহমেদ। ৭৪ বছর বয়সি নাজির লাদাফ বিজেপি-র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন এতদিন। তিনি জানিয়েছেন, মাস খানেক আগে এক বৌদ্ধ কন্যাকে নিয়ে বাড়ি থেকে পলায়ন করেন তাঁর ছেলে। পরে বিয়েও করেন তাঁরা। তাতেই দলের রোষে পড়েছেন তিনি।
বিষয়টি অস্বীকার করেনি লাদাখ বিজেপি-ও। তাদের দাবি, গোটা ঘটনায় নিজের অবস্থান জানানোর সুযোগ দেওয়া হয়েছিল নাজিরকে। তিনি কোনও ভাবে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন কিনা, কিছু জানা ছিল কিনা, জানতে চাওয়া হয়। অত্যন্ত স্পর্শকাতর হওয়া সত্ত্বেও, বৌদ্ধ কন্যাকে নিয়ে ছেলের পলায়ন নিয়ে সদুত্তর দিতে পারেননি নাজির। তাই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়়ুন: Amit Shah Dilip Ghosh Meet : আবার রাজ্য বিজেপিতে বড়সড় দায়িত্বে দিলীপ? বাড়িতে ডেকে পাঠালেন শাহ
নাজিরের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে বুধবার লাদাখে বিজেপি-র কর্মসমিতির বৈঠক বসে। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। এর পর নাজিরকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করেন লাদাখে বিজেপি-র সভাপতি ফুকচোক স্তানজিং। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'লাদাখে সব ধর্মেই পলায়ন অস্বীকার্য। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন, ঐক্য নষ্ট হওয়ারও প্রবল সম্ভবনা রয়েছে'।
নাজির জানিয়েছেন, একমাসেরও বেশি সময় আগে তাঁর ছেলে এবং ওই বৌদ্ধ কন্যা পলায়ন করেন। তার পর থেকে খোঁজ নেই দু'জনেরই। তাঁদের পরিবারও বরাবর এই বিয়ের বিরুদ্ধে ছিল। তাঁরা এখন কোথায় রয়েছেন, দুই বাড়ির কেউই জানেন না।
দীর্ঘ দিন ধরে বিজেপি-তে রয়েছেন নাজির। সম্প্রতি সৌদি আরবে হজে গিয়েছিলেন তিনি। সেই সময়ই ছেলে মঞ্জুর আহমেদ এবং ওই বৌদ্ধ কন্যা কোর্টে গিয়ে আইনি বিয়ে সারেন। তবে সম্প্রতি আইনি বিয়ে সারলেও, ২০১১ সালেই তারা নিকাহ্ সেরেছিলেন বলে অনুমান করছেন নাজির। মঞ্জুরের বয়স ৩৯ বছর। ওই বৌদ্ধ কন্যা ৩৫। নাজির হজে গেলে, সেই সুযোগেই তাঁরা আইনি বিয়ে সারেন বলে মনে করছে পরিবার।