শিবাশিস মৌলিক, কলকাতা : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বিরোধীদের সম্মিলিত মহাজোট 'INDIA' চাপ তৈরির চেষ্টা করছে নরেন্দ্র মোদির ( Narendra Modi )  নেতৃত্বাধীন NDA-র ওপর। এই প্রেক্ষাপটেই জুলাইয়ের শেষাশেষি  বিজেপির ( BJP ) জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন জে পি নাড্ডা ( J P Nadda )। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকা থেকে বাদ যায় দিলীপ ঘোষের নাম। তারপরই শুরু হয়ে যায় নানারকম জল্পনা। তাহলে কি দলে দিলীপের গুরুত্ব কমল ? নাকি আরও কোনও বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি? বৃহস্পতিবার সন্ধে ৭ নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ । শোনা যাচ্ছে, এবার তাঁকে দেওয়া হতে পারে দলের বিশেষ সাংগঠনিক দায়িত্ব। 



এই জল্পনার মাঝেই বৃহস্পতিবার অমিত শাহ দেখা করতে ডাকলেন দিলীপ ঘোষকে। রাজনৈতিক মহলে জল্পনা, হয়ত এবার বড় কোনও দায়িত্ব অপেক্ষা করছে তাঁর জন্য। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন, বাংলায় বিজেপির নজরকাড়া উত্থান ঘটে। ১৯-এর লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে দল। দিলীপ ঘোষ ( Dilip Ghosh)  নিজেও মেদিনীপুর কেন্দ্রে জেতেন। ২১-এর বিধানসভা নির্বাচনে, বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হয়। এরপর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়। কিন্তু নাড্ডার নতুন তালিকায় তাঁকে আর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদেও রাখা হয়নি। 

এই তালিকা সামনে আসার পরে দিলীপ ঘোষ দাবি করেন,  যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাঁদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে রাখা হয়নি। আপাতত তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার কি রাজ্য বিজেপিতে বিশেষ কোনও দায়িত্ব দেওয় হবে তাঁকে ? সেটাই ভাবনা অনেকের। 


দিলীপের পদ চলে যাওয়ার পর জল্পনা কল্পনা কম হয়নি। অতীতে বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী থাকার অভিযোগ তুলে বারবার কটাক্ষ শোনা গেছে তৃণমূলের গলায়! এবারও তার অন্যথা হয়নি। মদন মিত্র থেকে ফিরহাদ হাকিম সকলের মুখেই শোনা গিয়েছিল বাঁকা মন্তব্য। তবে সূত্রের খবর, বছর দেড়েক ধরে তাঁর নামে একাধিক নালিশ জমা পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাহলে কি বিজেপির বর্তমান রাজ্য় নেতৃত্বের পথ মসৃণ রাখতেই দিলীপ ঘোষকে ক্ষমতাহীনকরে দেওয়া হল? এই প্রশ্নগুলো উঠছিলই। প্রসঙ্গত বিধানসভা ভোটে বিজেপি ৭৭ এ আটকে যাওয়ার পর নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন বিজেপিরই বর্ষীয়াণ নেতা তথাগত রায়। সেই কথাও উঠে  আসে  আলোচনায়। তারই মধ্যে এল শাহি-আহ্বান।  


আরও পড়ুন :     


 রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? পুঙ্খানুপুঙ্খ জানালেন নিরাপত্তা রক্ষী