ঘোলায় চলন্ত অটোয় তরুণীর শ্লীলতাহানি, অটোচালক গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2020 05:56 PM (IST)
ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্বপন নাহা নামে ওই অটো চালককে গ্রেফতার করে।
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ঘোলায় চলন্ত অটোয় জনৈক তরুণীর শ্লীলতাহানি হল। প্রতিবাদ করায় ওই তরুণীকে মারধর করা হয়েছে। অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টা নাগাদ। অফিস থেকে সাজিরহাটে বাড়ি ফেরার জন্য সোদপুর কাচকল মোড়ে অটোয় ওঠেন বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণী। সেই সময় অটোয় আর এক যাত্রী ছিলেন। ঘোলা বাজারে ওই যাত্রী নেমে যান। অভিযোগ, এরপর সাজিরহাট যেতে অস্বীকার করে অটোচালক। বচসা শুরু হলে সে তরুণীকে নিয়ে পাশের অন্ধকার গলিতে ঢুকে যায়। এরপর চলন্ত অটোয় তরুণীর শ্লীলতাহানি করে, বাধা দিলে তাঁকে সে মারধর করে বলে অভিযোগ। তরুণী চিৎকার রায় লোকজন জড়ো হয়ে যায়। ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্বপন নাহা নামে ওই অটো চালককে গ্রেফতার করে।