নয়াদিল্লি: লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় আশিস মিশ্রের জামিন খারিজ। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রর জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে আশিসকে জামিন দেয় ইলাহাবাদ হাইকোর্ট। 


আশিস মিশ্রের জামিন খারিজ: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে ৪ কৃষক সহ ৮ জনকে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তোলে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে! অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে। এই ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে ইলাহাবাদ হাইকোর্ট জামিন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী পুত্রকে। এবার জামিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট তাড়াহুড়ো করে এই মামলার রায় দিয়েছে। হাইকোর্টের বিরুদ্ধে এমনটাও অভিযোগ উঠেছে যে মৃতদের পরিবারের সব অভিযোগ তারা শোনেনি। এদিন শুনানিতে এই বিষয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। তাঁদের বক্তব্যকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 


ভাইরাল ভিডিও: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কৃষকরা। আচমকাই পিছন থেকে এসে সজোরে গাড়ির ধাক্কা। বনেটের ওপর আছড়ে পড়লেন এক বৃদ্ধ কৃষক। তারপর পড়ে যান মাটিতে। আরও একজন ধাক্কা খান।  বেপরোয়া গতিতে বেরিয়ে যায়কালো রঙের এসইউভি। কৃষকদের অভিযোগ, লখিমপুর খেরিতে তাঁরা যখন রাস্তার একপাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন, তখন বিনা প্ররোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের দলবল কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। কৃষকদের অভিযোগের সঙ্গে এই ভাইরাল ভিডিওর মিল পাওয়া যাচ্ছে।  ভিডিও-য় দেখা যাচ্ছে, দল বেঁধে চলা কৃষকদের পিছন থেকে এসে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তবে গাড়িকে চালাচ্ছিলেন, তা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে না।  যদিও এই ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  


আরও পড়ুন: Lakhimpur Kheri: বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু ২ বাইক আরোহীর, ফের শিরোনামে লখিমপুর খেরি