মুম্বই: করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টেলি অভিনেত্রী দিব্যা ভাটনগর। এবার তাঁর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তাঁর বন্ধু দেবলীনা ভট্টাচার্য। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি দিব্যার স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন।
এদিন তিনি ভিডিও বার্তায় বলেছেন, দিব্যা কারও ফাঁদে না পড়ে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলেন। আমার মনে হয় ভগবান ওঁর কষ্ট সহ্য করতে পারছিলেন না। কাকুও ওঁর কষ্ট দেখতে পারছিলেন না। আমি এই ভিডিওটা করছি কারণ ও মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, তা জানাতে চাই। একইসঙ্গে বলতে চাই, কে এই কান্ড ঘটিয়েছে।
আমি গগন গাবরুর কথা বলছি। গগন গাবরু, তুমি বলেছ, দিব্যার মা এবং ভাই তোমার আর দিব্যার সম্পর্কের বিরোধিতা করেছে। আবার তাঁরাই পাবলিসিটি পেয়েছে তোমার জন্য। তুমি কে? তুমি আসলে কেউ না। তুমি এখানে এসেছ এবং ওঁদের অনুমতির জন্য রীতিমতো ভিক্ষা করেছ। আমি দিব্যার সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি তোমার জন্য। আমি এবার তোমাকে পাবলিসিটি দেব। দেবলীনা আরও জানিয়েছেন, দিব্যাকে শারীরিক নির্যাতনের জন্য ৬ মাস জেল খেটেছিলেন গগন, এমনকি চলতি বছর কারওয়া চৌথেও মারধর করেন দিব্যাকে।
জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়’ খ্যাত দিব্যা। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মক কমে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন। একইসঙ্গে নিউমোনিয়া হয় তাঁর। সোমবার প্রয়াত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় দিব্যার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।