নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় যৌথ স্ট্র্যাটেজি নির্ধারণে রবিবার বিকালে সার্কভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সিংয়ের পরদিনই কটাক্ষ, সমালোচনার সুর পি চিদম্বরমের গলায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা সরকার মারণ ভাইরাস মোকাবিলায় এখনও তেমন কিছু করছে না বলে অভিযোগ করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রস্তাব দেন।
গত সপ্তাহে মোদি কোভিড-১৯ এর সঙ্গে লড়তে সার্ক সদস্য দেশগুলির নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিলে পাকিস্তান সহ সব দেশই সম্মতি দেয়।


সংবাদ সংস্থা এএনআইকে চিদম্বরম আজ বলেন, সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথেষ্ট করছে না। প্রধানমন্ত্রী সার্ক বা জি-২০ গোষ্ঠীর বৈঠক ডাকুন, কোনও আপত্তি নেই। কিন্তু ঘটনা হল, রাজ্যগুলি যেখানে সাহসী পদক্ষেপ করছে, সেখানে কেন্দ্র অত্যন্ত দ্বিধাগ্রস্ত, মনে হয় তারা পিছিয়ে রয়েছে।


তিনি কটাক্ষও করেন, গতকালের পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাকে নিয়ে ভারতের ভিডিও কনফারেন্সিংয়ে আমাদের জ্ঞান কিছুমাত্র বাড়েনি। তিনি রাজ্য সরকারগুলির কাছে ‘আরও সাহসী’ নেতৃত্বের ডাক দিয়ে সংক্রমণ রুখতে ‘আরও কঠোর’ পদক্ষেপ চাই বলেও মন্তব্য করেন। একগুচ্ছ ট্যুইট করেন তিনি। একটিতে বলেন, সংক্রমণ যে হারে দ্রুত বাড়ছে, সেদিকে নজর দেওয়া উচিত সরকারের। ওই হার অত্যন্ত উদ্বেগজনক। আরও বলেন, সার্ক বৈঠক ঠিক আছে, কিন্তু এখন সরকারের হু ও আইসিএমআর, এখন ডঃ দেবী শেট্টির সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক শহর ও নগর আংশিক থেকে পুরোপুরি লকডাউন বা অবরুদ্ধ করার ভাবনা খতিয়ে দেখা দরকার। গতকাল আমি সরকারকে কোভিড-১৯ মোকাবিলায় আরও কঠোর, স্পষ্ট ব্যবস্থা নেওয়ার কথা ভেবে দেখতে বললাম। পেলাম একটা ভিডিও সম্মেলন যাতে আমাদের জ্ঞান বাড়ল না!