হিংসায় বিশ্বাসী নই, কাউকে আঘাত না করেই সমাধান চাই, জেএনইউয়ের হিংসা নিয়ে অভিমত সানি লিওনের
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 01:08 PM (IST)
রবিবারের ঘটনা সম্পর্কে সানির প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমার মতে, সবচেয়ে বড় যে সমস্যার দিকে নজর দেওয়া দরকার, তা হল হিংসা।
মুম্বই: কাউকে আঘাত না করেই আসুন আমরা সমস্যার সমাধান খুঁজে বের করি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)র অশান্তি, হিংসার পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন সানি লিওন। জেএনইউয়ের সাম্প্রতিক হিংসার কঠোর নিন্দা করেছেন তিনি। রবিবারের ঘটনা সম্পর্কে সানির প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমার মতে, সবচেয়ে বড় যে সমস্যার দিকে নজর দেওয়া দরকার, তা হল হিংসা। আমি হিংসায় বিশ্বাসী নই। বিশ্বাস করি যে, হিংসা ছাড়াই সমাধান, উত্তর পাওয়া সম্ভব। কোনওরকম হিংসায় না জড়িয়ে দেশের সমাধানগুলির মীমাংসা সূত্রের খোঁজ করা উচিত বলে অভিমত জানিয়ে সানি বলেন, শুধু আক্রান্তই নন, হিংসার ফলে তার পরিবারেরও ক্ষতি হয়। এই পৃথিবীটা আর নিরাপদ নয় বোধ করে যে অল্পবয়সিরা রাস্তায় নেমেছেন, তাঁদেরও এমনটাই অভিমত। প্রত্যেকের কাছে প্রার্থনা করি, দয়া করে হিংসা বন্ধ করুন, পরস্পরকে আঘাত না করে সমাধানসূত্র খুঁজি আমরা। গত রবিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ধরে তান্ডব চলে জেএনইউ ক্যাম্পাসে। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক পড়ুয়া আঘাত পান মুখোশধারী হামলাবাজদের মারধরে। নানা মহল থেকে এর তীব্র প্রতিবাদ হয়। সে ব্যাপারেই আজ প্রতিক্রিয়া দিলেন ৩৮ বছরের অভিনেত্রী।