নয়াদিল্লি: LIC প্রিমিয়ামের টাকা দিতে গিয়ে ভুলে যাচ্ছেন প্রায়শই। অনেক ক্ষেত্রেই ভুলের মাশুল হিসাবে ফাইন গুনতে হচ্ছে পলিসি হোল্ডারকে। গ্রাহকদের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে licindia। এবার ঘরে বসেই জেনে নিন আপনার LIC Policy স্ট্যাটাস।


ঘরে বসেই কীভাবে জানবেন LIC policy স্ট্যাটাস ? (Check LIC policy status at home)  


নিজের LIC (জীবন বিমা পলিসি)র সম্পর্কে জানতে প্রথমে https://www.licindia.in যেতে হবে পলিসি হোল্ডারকে।
এখানে ঢুকেই রেজিস্ট্রেশন করতে হবে গ্রাহককে। এই রেজিস্ট্রেশনের কোনও টাকা কাটবে না LIC।
তৃতীয় ধাপে নিজের নাম, LIC policy নম্বর ও জন্মের তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। 
সব বিবরণ সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। একবার রেজিস্ট্রেশন হলেই নিজেই দেখতে পারবেন LIC policy status।


ফোনের মাধ্যমে LIC policy status Check


এ ছাড়াও পলিসি নিয়ে কোনও সমস্যা হলে সহজেই যোগাযোগ করতে পারেন (022 6827 6827)এই নম্বরে। প্রয়োজনে মেসেজ করেও বার্তা দিতে পারেন জীবন বিমা নিগমকে। সেই ক্ষেত্রে 9222492224 নম্বরে মেসেজ করতে হবে পলিসি হোল্ডারকে।এই নম্বরে LICHELP <policy number> দিলেই আপনার পলিসি স্ট্যাটাস জানতে পারবেন।


কীভাবে SMS-এর মাধ্যমে জানতে পারবেন LIC-র পলিসি স্ট্যাটাস ?


এর জন্য বড় জটিল কিছু করতে হবে না পলিসি হোল্ডারকে। কেবল নিজের মোবাইল নম্বর থেকে SMS করতে হবে 56677 নম্বরে।
LIC-র প্রিমিয়াম সম্পর্কে কিছু জানতে হলে 56677 নম্বরে ASKLIC PREMIUM টাইপ করতে হবে।
একইভাবে আপনার পলিসি ল্যাপস হয়ে গেলে 56677 নম্বরে ASKLIC REVIVAL টাইপ করলেই জানতে পারবেন করণীয় বিষয়। 


বন্ধ পলিসি চালুর সুযোগ দিচ্ছে (LIC) 
সম্প্রতি বন্ধ পলিসি ফের শুরু করার সুযোগ দিচ্ছে Life Insurance Corporation of India (LIC)। পাঁচ বছর পর্যন্ত বন্ধ পলিসি ফের শুরুর সুবিধা দিচ্ছে এলআইসি। তবে এই ক্ষেত্রে আগামী ৯ অক্টোবরের মধ্যেই পুরোনো বন্ধ পলিসি শুরু করাতে পারবেন গ্রাহক।তবে পাঁচ বছরের বেশি প্রিমিয়াম বন্ধ থাকলে আর এই সুযোগ পাবেন না পলিসি হোল্ডাররা। এখানেও পুরোনো লেট প্রিমিয়াম ফি জমা দিতে হবে না পলিসি হোল্ডারদের।


আরও পড়ুন : SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই


আরও পড়ুন : LIC Policy Update: LIC-র বিশেষ ঘোষণা, সব পলিসি হোল্ডারদের করতে হবে এই কাজ