নয়াদিল্লি: আদিত্য বিড়লা গোষ্ঠীর কোটি কোটিপতি চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা বৈষম্যের মুখোমুখি হলেন। একটি মার্কিন রেস্তোঁরা থেকে তাঁর পরিবারকে অপমান করে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, ক্যালিফোর্নিয়ার ইতালীয়-মার্কিন ওই রেস্তোঁরা তাঁদের সঙ্গে অত্যন্ত বিশ্রী ব্যবহার করেছে।

পেশায় অনন্যা গায়িকা ও শিল্পী। তিনি লিখেছেন, স্কোপা নামে ওই রেস্তোঁরা তাঁকে ও তাঁর পরিবারকে কার্যত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। অত্যন্ত বৈষম্যমূলক আচরণ। আপনাদের উচিত, গ্রাহকদের সঙ্গে ঠিকমত ব্যবহার করা। তাঁরা ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেন কিন্তু রেস্তোঁরার ওয়েটার জোসুয়া সিলভারম্যান তাঁর মায়ের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন, যা বর্ণবৈষম্যের সামিল। এটা ঠিক নয়।

রেস্তোঁরার মালিক জনৈক শেফ আন্তোনিয়া লোফাসো, টুইটে তাঁকেও ট্যাগ করেছেন অনন্যা।

দেখুন তাঁর টুইট



অনন্যা শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা ও শিক্ষাবিদ নীরজা বিড়লার মেয়ে। নীরজাও টুইটে ওই রেস্তোঁরার বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।


একই কথা বলেছেন তাঁদের ছেলে আর্যমান বিড়লা।