West Bengal News Live: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় সিবিআই
জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআইয়ের ৩ সদস্যের দল। চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কি হতে পারে পুজোর আগেই? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, যে কোনও সময়ে ঘোষণা হতে পারে ৭ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট। এই মর্মে রাজ্যকে তৈরি থাকতে বলেছে নির্বাচন কমিশন। আজ মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন কমিশনের আধিকারিক।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পেতে বাড়ির দলিল বন্ধক রাখতে বলছে ব্যাঙ্ক, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠি দিলেন কালনার বাসিন্দা বি টেক পড়ুয়া। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, এমন কোনও নথি চাওয়া হয়নি।
সময়ে এসসসি পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার আগেই গ্রেফতার আন্দোলনকারীরা। বুধবার সল্টলেকের করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে জমায়েতের ডাক দেয় চাকরিপ্রার্থীদের একটি সংগঠন। জমায়েতের আগেই এলাকা ঘিরে ফেলে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীদের দাবি, বিক্ষোভ দেখাতে নয়, তাঁরা ডেপুটেশন দিতে এসেছিলেন।
লক্ষাধিক কর্মসংস্থান হবে দেউচা-পাচামিতে। ইথানলের উৎপাদন শুরু হলে কাজ পাবেন প্রায় ৫০ হাজার মানুষ। পানাগড়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লগ্নি কোথায়? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি।
নদিয়ায় একদিনে সংক্রমিত ৫৩। মৃত্যু হয়েছে ৩ জনের। দার্জিলিঙে একদিনে সংক্রমিত ৪৯, ১ জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ১০৬ ও মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১৬, মৃত ৩।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। বঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৬৭৯ জন, মৃত্যু হয়েছে ১২জনের। কলকাতা, উঃ ২৪ পরগনা, দার্জিলিং, নদিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই, চ্যালেঞ্জ করছে রাজ্য। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় এজেন্সি হওয়ায় বিচার না মেলার আশঙ্কা রাজ্যের।
বিধানসভা উপনির্বাচন করতে প্রস্তুত রাজ্য, এমনটাই খবর সূত্রের। ১৭টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সুদীপ জৈনের।
‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলল কমিশন। পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন চায় রাজ্য। নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে মুখ্যসচিবের ভার্চুয়াল বৈঠক।
ত্রিপুরার অনেক বিজেপি নেতাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। কথাবার্তা চলছে। দলে যোগ দেবেন কীনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। আজ ফের ত্রিপুরা রওনা দেওয়ার আগে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই আগরতলা পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু।
জল্পনা বাড়িয়ে উত্তরবঙ্গের বিজেপির সম্মেলনে অনুপস্থিত রইলেন ৫ বিধায়ক। গরহাজির বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়, মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল সাহা, আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও ।
'পুলিশের রাজনীতিকরণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক', পুলিশ দিবসে ট্যুইট রাজ্যপালের। 'হাজারটা ভাল কাজে একটা ভুল হতে পারে, তা নিয়ে গোটা ফোর্সকে বদনাম করা ঠিক নয়', পাল্টা মুখ্যমন্ত্রীর।
সামাজিক প্রকল্পের পর এবার লক্ষ্য শিল্প। জৈব জ্বালানি ইথানল তৈরি হবে বাংলায়। ভাঙা চাল দিয়ে হবে জ্বালানি। দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এতে কর্মসংস্থান হবে ৪৮ হাজার। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির গেটে দুধ-কলা রেখে এলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের দাবি, উপাচার্য জানিয়েছিলেন, বাড়ি থেকে বেরোতে না পারায় তাঁর খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে। তাই মানবিক কারণে এবার থেকে তিন বেলা উপাচার্যের বাড়ির সামনে খাবার রেখে আসা হবে।
সিবিআইয়ের বিশেষ আদালত থেকে সমন জারি করা হয়েছে। তিন বিধায়কের ক্ষেত্রে সমন যাবে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে। বাকি দুজনের ক্ষেত্রে সরাসরি বাড়িতে পাঠানো হবে সমন।
সিবিআইয়ের পর এবার নারদ মামলায় চার্জশিট দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সৈয়দ হুসেন মির্জার। পিএমএল অ্যাক্টের ৩-৪ নম্বর ধারায় দেওয়া হয়েছে চার্জশিট।
কোচবিহারের তুফানগঞ্জ পুরসভায় চলছে ‘দুয়ারে পুরসভা’ কর্মসূচি। পুর পরিষেবা ঠিকমতো মিলছে কিনা, তা জানতে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। আর তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা।
জলপাইগুড়ির বানারহাটে ভ্যাকসিনের লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক শোকজ করা হয়েছে। গতকাল ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলাশাসক বিবেক বাসমে ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত। পুলিশের দাবি, তদন্তে জানা যায়, ৫০০ জনের টিকাকরণের কথা স্বাস্থ্য দফতরের তরফে স্কুল কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয়নি। সেই কারণেই গেট খুলতে দেরি হয়। গেট খোলার পর হুড়োহুড়িতে পদপিষ্ট হন ১৯ জন। এই ঘটনায় বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস ও ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষকে শোকজ করেছেন জেলাশাসক। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা বলে দাবি করেছেন বিজেপি সাংসদ। গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। ইডির কাছে চিঠি দিয়ে অনুরোধ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। বাড়িতে ২টি সন্তান রয়েছে। ‘করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। ইডি-র কলকাতায় অফিস রয়েছে, আমিও কলকাতায় থাকি। যে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব, তারও সূত্রপাত পশ্চিমবঙ্গে। চিঠিতে উল্লেখ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। অনুরোধ বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত জানাক ইডি। তদন্তে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত। ইডি-কে চিঠিতে জানালেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই দিল্লিতে তলব। আজই ডেকে পাঠানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
মদ্যপানের প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর, ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটল কামারহাটির শালপাতা বাগান এলাকায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবঘরে বসে মদ্যপান করছিল পাশের পাড়ার কয়েকজন যুবক। তার প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর ও ক্লাবে ভাঙচুর চালানো হয়। এলাকায় অসামাজিক কাজকর্ম চলে বলে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বালিপাচার রুখতে জোরদার অভিযানে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। গতকাল এসডিপিও-র নেতৃত্বে মালবাজারে চেল, ঘিস, লিস নদীতে চলে অভিযান। ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। আটক করা হয় বেশ কয়েকটি বালি-পাথর বোঝাই ডাম্পার ও ট্র্যাক্টর। মালবাজারের মহকুমা শাসক জানিয়েছেন, এ ধরনের অভিযান লাগাতার চলবে।
বাগবাজারে মায়ের বাড়ির উদ্যোগে আজ থেকে শুরু হল বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প। প্রাথমিকভাবে ৩ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে বাড়ানো হবে লক্ষ্যমাত্রা। বাগবাজার মায়ের বাড়ির তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদেরই ভ্যাকসিন দেওয়া হবে।
মদ্যপানের প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর, ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটল কামারহাটির শালপাতা বাগান এলাকায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবঘরে বসে মদ্যপান করছিল পাশের পাড়ার কয়েকজন যুবক। তার প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর ও ক্লাবে ভাঙচুর চালানো হয়। এলাকায় অসামাজিক কাজকর্ম চলে বলে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পেতে বাড়ির দলিল বন্ধক রাখতে বলছে ব্যাঙ্ক। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলাশাসককে চিঠি দিলেন কালনার বাসিন্দা বি টেক পড়ুয়া। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, ব্যাঙ্কের অধিকাংশ কর্মী বাম আমলে চাকরি পাওয়ায় বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে।
সম্পত্তির জন্য মাকে গালিগালাজ-মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে একবালপুর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান মা। সেখানেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন অভিযোগকারিনি। এক মহিলা পুলিশ কর্মীর তৎপরতায় কোনও অঘটন ঘটেনি। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার মেয়ের অভিযোগ, সম্পত্তির জন্য মায়ের উপর মাঝে মাঝেই অত্যাচার ও মারধর করে ছেলে এবং তার স্ত্রী। অভিযোগ অস্বীকার করেছে পুত্রবধূ।
করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। মৃদু উপসর্গ থাকায় গতকাল তাঁকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়।
গড়ফায় স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে। বিজেপি করায় হামলা, দাবি আক্রান্ত ব্যবসায়ীর। মারধরের ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। কসবার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী অমিত দাসের অভিযোগ, সোমবার গড়ফায় সোনার দোকানের সামনে তাঁর ওপর চড়াও হয় দুই তৃণমূল ঘনিষ্ঠ। প্রোমোটিংয়ের ব্যবসাতেও যুক্ত ওই স্বর্ণ ব্যবসায়ী।
ভ্যাকসিনের জন্য কুপন বিলিকে কেন্দ্র করে সোনারপুরে হাতাহাতি। কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসে ভোর থেকে লম্বা লাইন। কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। বেধে যায় হাতাহাতি। ধাক্কা মেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এদিন ১২০০ কুপন বিলি করা হয়। তার থেকে বেশি মানুষ লাইনে দাঁড়ানোয় শুরু হয় কুপন কাড়াকাড়ি। অনেকেই কুপন না পেয়ে ফিরে যান।
এবার ভুয়ো ভ্যাকসিন, করোনার ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারির তদন্তে নামল ইডি। কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অভিযান। এদিন প্রথমে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। তল্লাশি চলে দেবাঞ্জনের আত্মীয় রাহুল বর্ধনের লেনিন সরণির বাড়িতেও। ওয়াটগঞ্জে অভিযান চালান ইডি-র তদন্তকারীরা। রাজ্যে ভুয়ো ভ্যাকসিনের পাশাপাশি অক্সিজেন, রেমডেসিভির, অক্সিমিটারের কালোবাজারি নিয়েও তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আজ পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর। পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর শহর।
পঞ্চায়েত কার্যালয়ে কর্মরত সরকারি কর্মীকে পিস্তলের বাঁট দিয়ে মারার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। মালদার কালিয়াচকের এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিডিও। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনার নিন্দা করেছে বিজেপি।
আক্ষরিক অর্থেই ‘রান ফর ভ্যাকসিন’! আর দৌঁড়াতে গিয়ে কারও ফাটল মাথা, কেউ পড়ে গিয়ে অজ্ঞান হলেন, কারোর আবার চোট লাগল। ভ্যাকসিন সেন্টারে চূড়ান্ত বিশৃঙ্খলা জলপাইগুড়িতে। এক ছবি মুর্শিদাবাদেও। এ ছবি দেখার পরই নবান্নের নির্দেশ, কুপন ছাড়া কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না।
মালদায় ফের বিজেপিতে ভাঙন। ইংরেজবাজারের বিনোদপুর পঞ্চায়েতের ৩ সদস্য যোগ দিলেন তৃণমূলে। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়েছেন পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।
২ সপ্তাহের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও।
বিশ্বভারতীর পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন উপাচার্য। সূত্রের খবর আচার্য নরেন্দ্র মোদির কাছে নিজের নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নিজের বাসভবনে তিনি বন্দি এবং ঢুকতে বেরোতে পারছেন না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে সূত্রের খবর। জেলা পুলিশের কাছেও ই-মেল করে নিরাপত্তা চেয়েছেন উপাচার্য।
প্রেক্ষাপট
কলকাতা: বিজেপিতে ফের ভাঙন। তন্ময়ের পর এবার পদ্ম ছেড়ে জোড়াফুলে বাগদার বিশ্বজিতের প্রত্যাবর্তন।
৭৭ থেকে কমে ৪ মাসেই বিজেপি ৭২! ১ সপ্তাহের মধ্যে অবস্থান না জানালে ধরে নেব তৃণমূলে চলে গেছেন। দলত্যাগী ২ বিধায়ককে চিঠি শুভেন্দুর। শিশির-দিব্যেন্দু তো এখনও সাংসদ! কটাক্ষ পার্থর।
এবার কি ত্রিপুরা বিজেপিতে ভাঙন? এই নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয়। বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ রায় বর্মন। মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি। জিইয়ে রাখলেন তৃণমূলে যাওয়ার জল্পনা।
সন্ত্রাসের তদন্তে সিবিআই, এখনও কেন কাজ শুরুই করেনি সিট? কেন বিজ্ঞপ্তি-ও জারি করেনি রাজ্য সরকার? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলাকারী। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আদালতের।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নন্দীগ্রাম, দিনহাটা থেকে বীরভূমে সিবিআই। নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা। শান্তিনিকেতন থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক। মোট ৩১টি এফআইআর দায়ের।
ভ্যাকসিনের জন্য ধূপগুড়িতে ভোর থেকে লাইন, গেট খুলতেই হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত। মুর্শিদাবাদ মেডিক্যালেও বিশৃঙ্খলা।
ভ্যাকসিনের জন্য ভিড়, অশোকনগরে তৃণমূল নেতার হুমকি।
ভ্যাকসিনের জন্য জেলায় জেলায় চূড়ান্ত বিশঙ্খলা। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দিতে বললেন মুখ্যসচিব। টিকাকরণের আলাদা আলাদা সময় দিয়ে বিশেষ কুপন। কলকাতা মডেল চান ফিরহাদ।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। রাজ্যে একদিনে রেকর্ড ১২ লক্ষের ভ্যাকসিনেশন। দেশে ফের একদিনে ১ কোটি ভ্যাকসিনেশন।
এবার চাকরি দেওয়ার নামে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। দিনহাটা থানায় নিশীথের বিরুদ্ধে নালিশ। অভিযোগকারীর পাশে থাকার বার্তা উদয়নের। আগে প্রমাণ করুক, পাল্টা সায়ন্তন।
৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে লাগাতার ধর্না। বাড়িতেই বন্দি, ঢুকতে-বেরোতে পারছি না, নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি উপাচার্যের। শান্তিনিকেতন থানাতেও ই-মেল।
ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রীর কাছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিবাচক আলোচনা, মিলেছে আশ্বাস, জানালেন দেব। সহযোগিতার পথে হাঁটলে ভাল, মন্তব্য বিজেপির।
রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্য। আজই অবসর নিচ্ছেন বীরেন্দ্র। কেন্দ্রের কাছ থেকে এখনও তালিকা না আসায় দায়িত্বে ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ মালব্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -