WB News Live: ব্যারাকপুরে স্থানীয়দের সঙ্গে তৃণমূলের বৈঠকে হামলার অভিযোগ
রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে নজর রাখুন...
ব্যারাকপুরে স্থানীয়দের সঙ্গে তৃণমূলের বৈঠকে হামলার অভিযোগ। কয়েকজনকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।হামলায় কয়েকজনের অবস্থা গুরুতর, নিয়ে আসা হচ্ছে কলকাতার হাসপাতালে।বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। হামলার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ
বিরোধীদের হেনস্থার উদ্দেশ্যেই সব মামলার তদন্তভার অনুগত ইডি অধিকর্তার হাতে তুলে দিচ্ছেন! কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা রাজ্যের শাসকদলের সমালোচনা করেছে বিজেপি।
দুর্গাপুরে গাছের ডাল ভেঙে দুর্ঘটনা। মাথায় পড়ায় মৃত্যু হল এক বাইক চালকের। আজ সকালে দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ওপর গাছের বড় ডাল ঝুলে থাকা নিয়ে পুরসভা ও বনদফতরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তা নিয়ে সাফাই দিয়েছে দুই কর্তৃপক্ষ।
রাজ্যে আবারও ভ্যাকসিন এসে পৌঁছলো। এল ১৬লক্ষ ৭০হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। এত পরিমান ভ্যাকসিন একবারে এই প্রথমবার আসলো রাজ্যে। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে আজ দুপুরের বিমানে এসে পৌঁছলো কলকাতা বিমানবন্দরে।
শ্রীরামপুরে প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর স্মরণসভা।স্মরণসভাতে উপস্থিত হলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু,প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ, অবরোধ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।বিক্ষোভে সামিল হন বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মনও।পুলিশ অবরোধ তুলতে গেলে চেয়ারম্যানের সঙ্গে আইসি-র বচসা।কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়
একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে নেমেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোয় গতকাল থেকেই কোনও ট্যাঙ্কার পেট্রোল-ডিজেল লোডিং-আনলোডিং করা হচ্ছে না। এদিন বৈঠকে বসে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের সংগঠন। আইওসি মৌখিকভাবে অধিকাংশ দাবি মেনে নিলেও, লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।
মেদিনীপুর শহরে জোড়া শ্যুটআউট। দু’ জায়গায় চলল গুলি। মোটা রাজা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রাত ৮টা নাগাদ যমুনাবালি এলাকায় একটি ধাবায় ঢুকে ১ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। ধাবার মালিক না থাকায় এক কর্মচারীকে মারধর করে শূন্যে ২ রাউন্ড গুলি চালায় তারা। হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। অভিযোগ, এরপর মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটে চড়াও হয়ে দুষ্কৃতীরা এক শ্মশানযাত্রীর বুকে বন্দুক ঠেকিয়ে টাকা চায়। লোক জড়ো হওয়ায় শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। তোলা আদায়ের জন্যই হামলা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
বাংলার ক্ষেত্রে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন। বিপ্লব দেবের জমানায় গণতন্ত্র নেই ত্রিপুরায়। তাহলে সেখানে কেন যাচ্ছে না? প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রবিবারেও সক্রিয় সিবিআই। ডায়মন্ড হারবারের সরিষায় গেল সিবিআইয়ের একটি দল। রাজু সামন্ত নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। সেই ঘটনার তদন্তেই সরিষায় সিবিআই।
হাওড়ার বেলগাছিয়ায় বিজেপি কর্মীর বাড়িতে গেল সিবিআই। ২ মে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীর স্ত্রীর চোখে আঘাত লাগে।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরও ৭টি মামলা রুজু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল। নতুন মামলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা।
আজ তুফানগঞ্জের চিলাখানায় যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। ৫ মে, ভুট্টা খেতের মধ্যে উদ্ধার হয় তৃণমূল কর্মী শাহিনুর রহমানের দেহ। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। এদিন নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনায় খেয়াদায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। নিহত বিজেপি কর্মী নির্মল মণ্ডলের বাড়িতে গেল সিবিআই। নির্মল মণ্ডল খুনের পর থেকেই তাঁর পরিবার বাড়িছাড়া বলে দাবি বিজেপির। এনিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।
নামী পরিচালকের নামে ফেসবুকে বন্ধুত্ব গড়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকারের অভিযোগ, পরিচালক রবি কিনাগীর নামে গতকাল তাঁকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। এরপরই মেসেঞ্জারে নায়িকা হওয়ার টোপ দিয়ে দেওয়া হয় কুপ্রস্তাব। এরপরই অভিনেত্রী স্ক্রিন শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন। অভিনেত্রীর দাবি, পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ওই অ্যাকাউন্ট ভুয়ো। এরপরই ই মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান অভিনেত্রী। পরিচালক রবি কিনাগী জানিয়েছেন, এনিয়ে তিনিও আইনি পদক্ষেপের কথা ভাবছেন। পাশাপাশি, এসব ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন পরিচালক।
খবরের ভিত্তিতে কাকদ্বীপে একটি গুদামঘরে তল্লাশি কাকদ্বীপ থানার পুলিশের। বেআইনিভাবে মজুদ করা রেশনের মোট ৯১৬ বস্তা চাল, ৫৩৩ বস্তা রেশনের গম, ১৭৫ বস্তা আটা, পিডিএস লেখা অসংখ্য খালি বস্তা বাজেয়াপ্ত করা হয়।
টানা দু’ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে শুক্রবার রাত থেকে ধর্না অবস্থানে সামিল হয়েছেন পড়ুয়াদের একাংশে। উপাচার্যর বাড়ির সামনে মঞ্চ বেঁধে, মাইক নিয়ে, পোস্টার লাগিয়ে অবস্থানে বসেছেন আন্দোলনরত পড়ুয়ারা। পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখে কুলুপ বিশ্বভারতী কর্তৃপক্ষের। অন্যদিকে, বিক্ষোভ শুরু হওয়ার পরেই ওই এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বরানগরের নেতাজি কলোনিতে ৭ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে স্নান করতে নেমে তলিয়ে যান স্থানীয় বাসিন্দা দীপক হরি। বরানগর থানার পুলিশ ডুবুরি নামিয়ে রাত ১১টা নাগাদ পুকুর থেকে উদ্ধার করে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ।
পিটিএসের কাছে এজেসি বোস রোডে দুর্ঘটনা। ডিভাইডার ও পরপর বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে এজেসি বোস রোড ধরে যাওয়ার সময়, প্রথমে ডিভাইডার ও পরপর কয়েকটি গাছে ধাক্কা মারে গাড়ি। গতি এত বেশি ছিল যে এরপর প্রায় উড়ে গিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঠে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। গাড়ি চালক-সহ ৩ জনকে উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, আরোহীরা সকলেই মত্ত অবস্থায় ছিল। সেই কারণেই দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।
মেদিনীপুর শহরে জোড়া শ্যুটআউট। দু’ জায়গায় চলল গুলি। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রাত ৮টা নাগাদ যমুনাবালি এলাকায় একটি ধাবায় ঢুকে ১ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। ধাবার মালিক না থাকায় এক কর্মচারীকে মারধর করে শূন্যে ২ রাউন্ড গুলি চালায় তারা। হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। অভিযোগ, এরপর মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটে চড়াও হয়ে দুষ্কৃতীরা এক শ্মশানযাত্রীর বুকে বন্দুক ঠেকিয়ে টাকা চায়। লোক জড়ো হওয়ায় শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজার হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তোলা আদায়ের জন্যই হামলা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতে প্রধান পদে বদল। অনাস্থা ভোটে দলের প্রধানকে হারিয়ে, নতুন প্রধান হলেন তৃণমূলের এক সদস্য।
ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার। নদিয়ায় চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার। বিজয় ঘোষ, অসীমা ঘোষ নামে ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ১৪ মে বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের উপর হামলা, ১৬ মে মৃত্যু। ১৬ মে এনআরএসে মৃত্যু হয় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের।চাপড়ার বিজেপি কর্মীকে পিটিয়ে, খুনের অভিযোগ এফআইআরে নাম ছিল ধৃত ২ অভিযুক্তের
প্রেক্ষাপট
ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার। নদিয়ায় চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার। বিজয় ঘোষ, অসীমা ঘোষ নামে ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ১৪ মে বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের উপর হামলা, ১৬ মে মৃত্যু। ১৬ মে এনআরএসে মৃত্যু হয় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের। চাপড়ার বিজেপি কর্মীকে পিটিয়ে, খুনের অভিযোগ এফআইআরে নাম ছিল ধৃত ২ অভিযুক্তের।
ভোটের ফলপ্রকাশের দিন জগদ্দলে বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত শোভারানি মণ্ডলের মৃত্যুর অভিযোগ। এবার শোভারানি মণ্ডলের মৃত্যু-তদন্তে সিবিআই। সিজিও কমপ্লেক্সে যায় শোভারানির পরিবার। তৃণমূলের হামলায় মৃত্যুর অভিযোগ। সিজিও কমপ্লেক্সে কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাও।
একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কাজ বন্ধ। পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে ধর্মঘটে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।কলকাতা ও সংলগ্ন জেলায় পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা।
বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, প্রাক্তন মন্ত্রী ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্ট অফিসে ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীদের হাতে এসেছে চারটি জমির দলিল। জমিগুলো মোটা টাকায় কেনা হয়েছিল বলে পুলিশের দাবি। গত পরশু বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। পুলিশের দাবি, ধৃত রামশঙ্কর মহান্তি প্রাক্তন মন্ত্রীর হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। তাঁর বাড়ি থেকে ১৯ লক্ষ ৭০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও, টেন্ডার দুর্নীতিকাণ্ডে বিষ্ণুপুর পুরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -