বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য সোমনাথ ভুঁইয়া। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতার। তবে দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সভা করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। আর সেই দিনই তাঁর জেলায় ফের ভাঙন ধরল তৃণমূলে। এবার দল ছাড়লেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুঁইয়া। যিনি শুভেন্দুর অনুগামী বলেই পরিচিত। এবার গন্তব্য কি বিজেপি? শুভেন্দু-ঘনিষ্ঠ সোমনাথের কথায় সেই সম্ভাবনা উজ্জ্বল। পদত্যাগী তৃণমূল নেতা বলেন, আমি ব্যক্তিগত কারণে দল ছাড়ছি। শুভেন্দুর হাত ধরেই রাজনীতিতে যোগদান করেছি। শুভেন্দু চাইলে বিজেপিতে যোগদান করব। হলদিয়ার ২ তারিখ বারিরেরিয়ার সভায় যোগ দিতে পারি।


শুভেন্দু অনুগামীর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যদিও, এনিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সভাপতি অশোক মাইতির বক্তব্য, ওনাকে শুভেন্দুই দলে এনেছিলেন, শুভেন্দু চলে গেছেন, উনিও যে যাবেন এটাই স্বাভাবিক। পাল্টা সবে শুরু, আগামী দিনে প্রচুর লোক বিজেপিতে যোগ দেবে বলে দাবি করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়।
সোমনাথ রাজনীতি শুরু করেছিলেন এসএফআইয়ের সদস্য হিসেবে। পরে শুভেন্দুর হাত ধরে তিনি তৃণমূলে যান। ২০১৮ সালে জেলা পরিষদের নির্বাচনে জেতেন। এবার তৃণমূল ছাড়তেই, সেই পথে হাঁটতে চলেছেন দাদার অনুগামী সোমনাথও।