উত্তর ২৪ পরগনা: ক্রমশ বাড়ছে সংক্রমণ, উত্তর ২৪ পরগনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। উত্তর ২৪ পরগনায় ফের লকডাউন কার্যকরের প্রস্তাব। এমনই দাবি সূত্রের।
আপাতত উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া অটো, টোটো পুরোপুরি বন্ধের প্রস্তাব হয়েছে। সূত্রের দাবি, ‘২০ শতাংশ কর্মী নিয়ে চলতে পারে অফিস, শিল্পাঞ্চল। ধর্মীয় স্থান, আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্রের আরও দাবি, ‘সকাল ৯টা-সন্ধে ৬টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। নবান্নের কাছে প্রস্তাব দিল উত্তর ২৪ পরগনা প্রশাসন। বারাসাতে চায়ের দোকান বন্ধ, দেগঙ্গায় নাকা চেকিং শুরু। মাস্ক পরা বাধ্যতামূলক করতে দেগঙ্গায় নাকা চেকিং। মাস্ক না পরলে জরিমানা করার ভাবনা প্রশাসনের।
জেলায় আক্রান্তর সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার। প্রসঙ্গত, সংক্রমণ রুখতে উত্তরদিনাজপুরের ডালখোলায় আজ থেকে ১৪ দিন লকডাউন চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মালদার তিন থানা এলাকাতেও আজ থেকে সাতদিন লকডাউন চালু হয়েছে।