নয়াদিল্লি: পয়লা জুন থেকে দেশের ছোট এবং বড় শহরগুলিতে প্রতিদিন দু’শোটি যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে জন শতাব্দী ট্রেন, সম্পর্ক ক্রান্তি, দুরন্ত এক্সপ্রেস ও অন্য নিয়মিত যাত্রী ট্রেন। আজ সকাল দশটা থেকে আইআরসিটিসি-র ওয়েবসাইটে শুরু তার অনলাইন বুকিং। এই নতুন ট্রেনের তালিকায় হাওড়া এবং কলকাতার কয়েকটি ট্রেনও রয়েছে। যেমন-

অমৃতসর-কলকাতা এক্সপ্রেস

হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস

হাওড়া-মুম্বই সিএসটি মেল

আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস

দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

হাওড়া-বিকানের এক্সপ্রেস

হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস

হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস

শালিমার-পাটনা

হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস



এই ট্রেনগুলির ক্ষেত্রে আরএসি এবং ওয়েটিং লিস্ট থাকবে। তবে ওয়েটিং লিস্টে নাম রয়েছে, এমন যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে না। তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের সুবিধা মিলবে না। ফুড প্লাজা সহ স্টেশনের সব স্টলও খুলে যাবে। তবে সেখান থেকে শুধু খাবার কেনা যাবে। সেখানে বসে খাওয়া যাবে না।

এরমধ্যে লকডাউনের মধ্যে প্রথমবার ২৫ মে থেকে ঘরোয়া বিমান পরিষেবাও চালুর কথা জানানো হয়েছে।