নয়াদিল্লি: নির্ঘণ্ট যদিও প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। তবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। BJP-বিরোধী I.N.D.I.A জোট একের পর এক রাজ্যে আসন সমঝোতা শুরু করে দিয়েছে। এবার তৎপরতা চোখে পড়ছে BJP-র অন্দরেও। আগামী সপ্তাহেই প্রথম ১০০ জনের প্রার্থিতালিকা প্রকাশ করা হতে পারে বলে গেরুয়া শিবির থেকে সামনে আসছে। আগামী মাসে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন, তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। (Lok Sabha Elections 2024)


 BJP-র একটি সূত্র অনুযায়ী, আগামী সপ্তাহের বৃহস্পতিবারই ১০০ জনের প্রার্থিতালিকা প্রকাশ করা হতে পারে, তাতে দুই হেভিওয়েট নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম থাকতে পারে বলে জল্পনা। বৃহস্পতিবারই এ নিয়ে বৈঠক রয়েছে BJP-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তার পরই প্রথম ১১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হতে পারে। (BJP Candidate List:)


এ বছরের লোকসভা নির্বাচন BJP-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর পর দু'বার প্রধানমন্ত্রী থাকার পর, ফের মোদিই BJP-র মুখ হবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও  নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন মোদি। ৫৪১টি আসনের মধ্যে দলকে ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে পৌঁছনোর রণকৌশল ঠিক করতেই এই মুহূর্তে ব্যস্ত BJP.


আরও পড়ুন: New Criminal Laws: ভারতীয় দণ্ডবিধির জায়গায় নয়া অপরাধ আইন, কবে থেকে কার্যকর জানাল কেন্দ্র


২০১৪ এবং ২০১৯, আগের দুই লোকসভা নির্বাচনেই উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোদি। ২০১৪ সালে ৩.৩৭ লক্ষ ভোটেপর ব্যবধানে জয়ী হন, ২০১৯ সালে তা আরও বেড়ে হয় ৪.৮ লক্ষ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাতের গাঁধীনগর থেকে প্রার্থী হন শাহ, যা আগে লালকৃষ্ণ আডবাণীর আসন ছিল।


লোকসভা নির্বাচনে BJP-কে টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির I.N.D.I.A-ও। উত্তরপ্রদেশ এবং গুজরাতে একসঙ্গে লড়াইয়ে নামছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। বারাণসীতে কংগ্রেসকে আসন ছেড়ে দিয়েছে সমাজবাদী পার্টি। অর্থাৎ প্রধানমন্ত্রীর কেন্দ্রে প্রার্থী দেবে তারা। শোনা যাচ্ছে, গাঁধীনগরে মোদির মোকাবিলায় হেভিওয়েট কাউকে নামানো হতে পারে। সেই আবহেই প্রার্থিতালিকা প্রকাশ করতে চলেছে BJP.  জয়ের ব্যাপারে যদিও একরকম নিশ্চিত তারা, কিন্তু বেকারত্ব থেকে মূল্যবদ্ধি, বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে গেরুয়া শিবিকে। তাই আগামী কয়েক মাসে মানুষের মন জয় করার পরামর্শ দিয়েছেন মোদি।