নয়াদিল্লি: সংসদে জঙ্গিহানার ঘটনার বর্ষপূর্তির দিনেই আতঙ্কের ঘটনা দেশের নতুন সংসদে। বুধবার, সংসদে অধিবেশন (Lok Sabha Security Breach) চলাকালীন দর্শকাসন থেকে হঠাৎ করেই ভিতরে লাফিয়ে পড়েন ২ জন। তারপর ঠিক কী হয়েছিল? বাইরে বেরিয়ে জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।    


কী অভিজ্ঞতা অধীরের:
অধীর চৌধুরী বলেন, 'হঠাৎ করেই সংসদের (Parliament) মধ্যে লাফিয়ে পড়ে ওরা। ওদের হাতে কিছু ছিল। ভয়ানক গ্যাস বেরোচ্ছিল। নিরাপত্তারক্ষী নয়, সাংসদরাই ধরে নিয়েছিল ওদের। তারপর নিরাপত্তারক্ষীরা এসে ওদের নিয়ে গেল।'


আজ সকালেই সংসদ হামলার বর্ষপূর্তির ঘটনায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল। সেদিন নতুন সংসদেই এমন ঘটনা ঘটল। গোটা বিষয়ে নিরাপত্তার (Indian Parliament Security) গলদের দিকেই আঙুল তুলেছেন অধীর চৌধুরী।  


 






পরে ফের অধিবেশন শুরু হয়। সেখানে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'সংসদ ভবনের হামলার বর্ষপূর্তির দিনই সংসদের ভিতরে এমন ঘটনা ঘটল। এটা কী প্রমাণ করে যে নিরাপত্তা বজায় রাখা যায়নি? সব সাংসদরা ২জনকে ধরে নিয়েছেন। কিন্তু আমি জানতে চাই এই সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন?'


লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ওই দুজনকে ধরা হয়েছে, এখন তদন্ত চলছে। ওদের সঙ্গে যা ছিল বাজেয়াপ্ত করা হয়েছে। লোকসভার বাইরে থেকেও ২ জনকে ধরা হয়েছে। তদন্ত চলছে। 


কী হয়েছিল?
এদিন অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে লাফ দেয় ২ জন। লোকসভার ফ্লোরে ঢুকে আচমকা কিছু স্প্রে করে ২ সন্দেহভাজন ব্যক্তি। স্প্রের মধ্যে বারুদ জাতীয় কিছু ছিল বলে গন্ধ থেকে অনুমান সংসদের নিরাপত্তারক্ষীদের। পুলিশ সূত্রের খবর, জুতোর মধ্যে কিছু লুকনো ছিল, পুলিশ সূত্রে খবর। ফের বড়সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, একজনের নাম সাগর । সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২।
 


আরও পড়ুন: সংসদভবন হামলার পূর্তিতেই নিরাপত্তায় বড় ধরনের গলদ, লোকসভায় তাণ্ডব বহিরাগতের