উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) তৃণমূলের (TMC) সঙ্গে জোটের প্রশ্নে কার্যত সায় নেই প্রদেশ নেতৃত্বের। সরাসরি না বললেও, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে প্রায় সকলেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গে জোট করতে তারা একেবারেই আগ্রহী নন। যদিও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হাইকমান্ডের হাতেই ছেড়েছে প্রদেশ নেতৃত্ব।


মঙ্গলবার, বিরোধীদের জোট 'INDIA'-র বৈঠকে ঠিক হয়েছে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে আসন সমঝোতা। আর বুধবারই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। আর এই বৈঠকেই, লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নে প্রদেশ নেতৃত্ব বুঝিয়ে দিল তাদের আপত্তির কথা।


প্রথমেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দয়ায় লড়তে চাই না। এই মুহুর্তে ৭টি লোকসভায় কংগ্রেস ভাল জায়গায় আছে। মুর্শিদাবাদের ৩টে, মালদার দুটো, দার্জিলিং এবং রায়গঞ্জ। এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল।এরপরই, অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল একা লড়াই করলে বাংলায় তারা কতোগুলো আসনে লড়াই করতে পারবে ? উত্তরে অধীর বলেন, ১২ থেকে ১৪টা আসনে কংগ্রেস এককভাবে লড়াই করতে পারবে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাশমুন্সি বলেন, আমাদের কাছে সংগঠনই শেষ কথা। বারবার আমাদের সংগঠনের ওপর আঘাত এসেছে। এমন কিছু হওয়া উচিত নয়, যাতে সংগঠন দুর্বল হয়। প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, একা লড়লে দল শক্তিশালী হবে। কিন্তু, এখন আমাদের সামনে আসল কাজ বিজেপিকে হারানো। এখন আর পিছিয়ে আসা যাবে না। দলের সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিক হাইকমান্ড। তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে একমাত্র সওয়াল করেন কংগ্রেসের সেবা দলের চেয়ারম্যান রাহুল পাণ্ডে। তিনি বলেন, আমি চাই তৃণমূলের সঙ্গে জোট হোক। রাহুল গান্ধীর বাড়ি থেকে বেরিয়ে অধীর চৌধুরীর বাসভবনে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানে আরও এক দফা বৈঠক হয়।

সূত্রের দাবি, রাহুল গান্ধী জানতে চান কে কে তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে আছেন, এক জন ছাড়া কেউ হাত তোলেননি। তখন রাহুল গান্ধী বলেন, ৮ থেকে ৯টা আসনে কংগ্রেস ভাল লড়াই করার মতো জায়গায় আছে। ৪৬ বছর ক্ষমতায় না থেকেও আপনারা যেভাবে কাজ করছেন, তার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের কথা শুনলাম। পরবর্তী সময়ে এনিয়ে আবার আলোচনা হবে। প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, হাইকমান্ড যে সিদ্ধান্তই নিক, তা যেন দলের জন্য সম্মানজনক হয়। এর আগে, মঙ্গলবার, কংগ্রেসকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বেড়ালের গলায় কাউকে একটা ঘণ্টা বাঁধতে হবে। আমার কোনও সমস্য়া নেই। যদি ওদের (কংগ্রেস) মনোভাবও স্পষ্ট ও স্বচ্ছ হয়। যদিও, বাংলায় ওদের (কংগ্রেস) মাত্র ২টো আসন আছে।


আরও পড়ুন- বায়রনের বাড়িতে বান্ডিল বান্ডিল নগদ! এখনও চলছে আয়কর তল্লাশি