নয়াদিল্লি:  প্রথমবার আইপিএলে (IPL Auction) নিলামের টেবিলে উপস্থিত ছিলেন।  কেমনভাবে প্লেয়ারদের দর ওঠে, কীভাবে প্লেয়ারদের দলে নেওয়া হয় তা পুরোটাই নিজের চোখে দেখেছেন।  আসন্ন আইপিএলে ফের মাঠে নামতে চলেছেন।  তবে এখন কি পুরো ফিট ঋষভ পন্থ (Rishabh Pant)?  নিলামের মঞ্চে উপস্থিত থেকে সেখান থেকে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক।  জানিয়ে দিলেন এখনো ১০০ শতাংশ ফিট হওয়ার কাজ চলছে। 


এক সাক্ষাৎকারে পন্থ জানান, "আগের তুলনায় এখন অনেক ভাল আছি। আজ থেকে ৫-৬ মাস আগেও যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে ক্রমে নিজের ফিটনেসে উন্নতি করছি। তবে এখনও ১০০ শতাংশ ফিট হওয়ার চেষ্টা চলছে।  এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু একই সঙ্গে এটাও বলব যে,  সবাই কঠিন সময় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।"  এক ভিডিও বার্তায় ভারতীয় দলের তরুণ এই উইকেটকিপার ব্যাটার আরও জানান, " ফিটনেসের বিষয়টা সব সময় যে শারীরিক তা নয়, মানসিক কাঠিন্যও প্রয়োজন হয় এই সময়।  যতবার আমি ভেঙে পড়েছি, ততবার ভারতীয় দলের অসংখ্য সমর্থক থেকে শুরু করে  আমার কাছের মানুষরা, প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন।  আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন।"


 






দিল্লি ক্য়াপিটালসের তরফে কিছুদিন আগে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, আসন্ন আইপিএলে পন্থই তাঁদের অধিনায়ক।  খুব একটা বড়সড় অবনতি না হলে, আইপিএলের শুরু থেকেই খেলবেন। এবং দিল্লি ক্যাপিটালসকে তিনি নেতৃত্বও দেবেন। বুধবার মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনার নিলামের টেবিলেও হাজির ছিলেন পন্থ। দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বসেছিলেন পরের মরশুমের দল গুছিয়ে নিতে।


আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। একটা সময় যারা খেলত দিল্লি ডেয়ারডেভিলস নামে। বীরেন্দ্র সহবাগের মতো বিধ্বংসী ব্যাটারও তাদের খেতাব জেতাতে পারেনি। সৌভাগ্যের খোঁজে দলের নামই বদলে ফেলে দিল্লি। ডেয়ারডেভিলস নাম বদলে দিল্লি ক্যাপিটালস করেও ট্রফির দেখা মেলেনি। এবারের মিনি অকশনে কাদের নেবে দিল্লি, কৌতূহলী ছিলেন অনেকেই।


নিলামের টেবিল থেকে মোট ৯ ক্রিকেটারকে কিনেছে দিল্লি। যার মধ্যে সবচেয়ে বেশি দামে দলে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের কুমার কুশাগ্রকে। ৭ কোটি ২০ লক্ষ টাকায়। এছাড়া হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। নিলাম থেকে কিনেছে ট্রিস্টান স্টাবস (৫০ লক্ষ), রিকি ভুঁই (২০ লক্ষ টাকা), রশিক দার (২০ লক্ষ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লক্ষ টাকা) ও স্বস্তিক চিকারাকে (২০ লক্ষ টাকা)।