বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে লোকপালের সিবিআই নির্দেশ, দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি নিশিকান্ত দুবের।'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন, আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', দাবি বিজেপি সাংসদের।


 






পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। X হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, 'আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। আদানি কীভাবে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার ছাড়পত্র পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। তারপর আমার কাছে আসবেন।' এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর


 






মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে। তা নিয়ে চলেছে তুলকালাম। তা নিয়ে লোকসভা এথিক্স কমিটিও বারবার বৈঠকে বসেছে। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে আগামীকাল ফের এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সূত্রের খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি করবে এথিক্স কমিটি। যদিও বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ তার বিরোধিতা করেছে। কংগ্রেস, বিএসপি সাংসদ দানিশ আলিও মহুয়া মৈত্রের পক্ষে কথা বলেছিলেন। কিন্তু যেহেতু মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মত রয়েছে সংখ্যাগরিষ্ঠের তাই, সেই সিদ্ধান্ত পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 


প্রথমেই চিঠি লিখিছিলেন জয় আনন্দ দেহদ্রাই। দুবেকে একটা চিঠি দিয়েছিলেন তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ২টি চিঠি লিখেছিলেন। তারই একটা ছিল লোকপালকে। সেখানেই তিনি তদন্তের দাবি জানিয়েছিলেন। তার ভিত্তিতেই নিশিকান্ত দুবে দাবি, লোকপাল সিবিআই তদন্তের কথা বলেছেন। মহুয়ার করা মামলায় দিল্লি হাইকোর্টে দেহদ্রাই এসে জানিয়েছিলেন তাঁকে জানানো হয়েছিল যদি তিনি সিবিআইকে দেওয়া চিঠি তুলে নেন তাহলে তাঁর পোষ্যকে ফেরত দিয়ে দেওয়া হবে। ফলে এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।    


দর্শন হিরানন্দানি মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু। তিনি নিজেও জানিয়েছেন তিনি একাধিক উপহার দিয়েছিলেন মহুয়া মৈত্রকে। একাধিকবার উপহার দিয়েছিলেন। যেহেতু মহুয়া মৈত্র তার লগ-ইন আইডি দিয়েছিলেন, আর সেই বিষয়টি তিনি ব্যবসায়িক সুবিধায় কাজে লাগাতেন সেই কারণেই এমনটা করেছিলেন বলে দাবি করেছিলেন তিনি।


আরও পড়ুন: বিধানসভায় দাঁড়িয়ে ‘সেক্স টক’, নিন্দায় সরব মোদিও, ক্ষমা চেয়েও নীতীশ বললেন ভুল কী?