Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ০৫এস (Samsung Galaxy A05s) ফোন এবার আরও সস্তায়। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনের সাকসেসর হিসেবে এবছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রথমে এই ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। তবে স্যামসাং জানিয়েছে, এবার তাদের গ্যালাক্সি এ০৫এস ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। অর্থাৎ স্টোরেজের পরিমাণ এক থাকলেও র‍্যামের পরিমাণ কমেছে। সাধারণত প্রাথমিক লঞ্চের পর দ্বিতীয়বার লঞ্চের ক্ষেত্রে ফোনের র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ বাড়ে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ক্ষেত্রে তা হয়নি। 


এবার দেখে নেওয়া যাক ফোনের দাম


স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এবার যে মডেল লঞ্চ হয়েছে অর্থাৎ ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ১৩,৯৯৯ টাকা। মাত্র ১০০০ টাকার ফারাক রয়েছে। নতুন মডেল লঞ্চ হয়েছে কালো, হাল্কা সবুজ এবং হাল্কা বেগুনি রঙে। স্যামসাংয়ের এক্সক্লুসিভ এবং রিটেল স্টোর ছাড়াও এই ফোন কেনা যাবে স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন ই-কমার্স সাইট থেকে। এসবিআই- এর ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে ইএমআই- এর সুবিধা। স্যামসাং ফিনান্স প্লাস, এনবিএফসি এবং অন্যান্য ব্যাঙ্কের মাধ্যমে এই ইএমআই- এর সুবিধা চালু হবে। মাসিক কিস্তিতে দিতে হবে ১১৫০ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। 

  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। 

  • ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে মেসেজ খুঁজে পেতে আর হবে না সমস্যা, কোন নতুন ফিচার আসতে চলেছে?