বাংলায় আমরা বলি খটাশ বা ভামবিড়াল। কেরলে এই প্রাণী লুপ্তপ্রায়, ২৫০-রও কম বেঁচে রয়েছে। তাদেরই একজনকে হাঁটতে দেখা গেল এখনকার শুনশান, দিনকয়েক আগেরও ব্যস্ত রাস্তায়। ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ টুইট করে বলেছেন, মালাবারের এই বড় ফোঁটাযুক্ত ভামবিড়াল কোঝিকোড়ে ১৯৯০ থেকে দেখা যায়নি।
এমনিতে নিশাচর এই প্রাণীই এখন নির্ভয়ে পেরিয়ে গেল মেপ্পায়ুর শহরের জেব্রা ক্রসিং।
আর এক ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান লিখেছেন, এটা আসলে ওদেরই জায়গা। গাড়িঘোড়া কম চলায় এখন ওরা নির্ভয়ে হাঁটাচলা করছে।