এমনিতে নিশাচর এই প্রাণীই এখন নির্ভয়ে পেরিয়ে গেল মেপ্পায়ুর শহরের জেব্রা ক্রসিং। আর এক ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান লিখেছেন, এটা আসলে ওদেরই জায়গা। গাড়িঘোড়া কম চলায় এখন ওরা নির্ভয়ে হাঁটাচলা করছে। চারদিক শুনশান, তারই মাঝে কেরলে জেব্রা ক্রসিং পার হল অদ্ভুত এই প্রাণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2020 01:55 PM (IST)
ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান লিখেছেন, এটা আসলে ওদেরই জায়গা। গাড়িঘোড়া কম চলায় এখন ওরা নির্ভয়ে হাঁটাচলা করছে।
কোঝিকোড়: সোশ্যাল মিডিয়ায় মিম ঘুরছে, ২১ দিন লকডাউন শেষ হলে দেখা যাবে, ডাইনোসর ফিরে এসেছে! ডাইনোসর যদি নাও আসে, করোনা-লকডাউনের সৌজন্যে পরিবেশ যে অনেক দূষণমুক্ত হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। মানুষের প্রতাপে এতদিন লুকিয়ে থাকা জীবজন্তুগুলো সাহস পেয়ে ফিরে আসছে তাদের ছেড়ে যাওয়া জায়গায়। কেরলের কোঝিকোড়ে এমনই এক প্রাণীর দেখা মিলল। বাংলায় আমরা বলি খটাশ বা ভামবিড়াল। কেরলে এই প্রাণী লুপ্তপ্রায়, ২৫০-রও কম বেঁচে রয়েছে। তাদেরই একজনকে হাঁটতে দেখা গেল এখনকার শুনশান, দিনকয়েক আগেরও ব্যস্ত রাস্তায়। ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ টুইট করে বলেছেন, মালাবারের এই বড় ফোঁটাযুক্ত ভামবিড়াল কোঝিকোড়ে ১৯৯০ থেকে দেখা যায়নি।