ভিয়েনা: করোনা এবার মৃত্যুকেও অনলাইনে এনে দিল!
করোনাভাইরাসে মৃতদের শেষকৃত্যের সময় স্বাভাবিকভাবেই উপস্থিত হচ্ছেন তাঁদের আত্মীয় পরিজনরা। এদিতে অস্ট্রিয়া সরকার জানিয়ে দিয়েছে, ভিড় করা চলবে না। ফলে এবার শেষকৃত্য অনলাইনে স্ট্রিমিং করার ঘোষণা করল ভিয়েনার সৎকার সংগঠনগুলি।
অস্ট্রিয়া সরকার জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণ রুখতে এক সঙ্গে সর্বাধিক ৫ জন কোথাও হাজিরা দিতে পারবেন, কেউ দেশের বাইরে যেতে পারবেন না। ভিয়েনার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন সৎকার গৃহ হিম্মেলব্লাউ তাই গত শুক্রবার থেকে সৎকার লাইভ স্ট্রিমিং চালু করেছে। এ জন্য কোনও অর্থ চার্জ করা হচ্ছে না। এখনও পর্যন্ত এভাবে ৬টি দেহের সৎকার হয়েছে, আরও অনেকেই এই পরিষেবায় আগ্রহ প্রকাশ করেছেন।
গোটা প্রক্রিয়ার ভিডিও করা হচ্ছে মোবাইল ফোনে, তারপর তা জুমের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, রয়েছে পাসওয়ার্ড। গ্রাহকরা চাইলে অন্যদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবেন। এর ফলে সংক্রমত হওয়ার কোনও ঝুঁকি ছাড়াই পরিজনরা প্রিয় ব্যক্তির শেষ যাত্রার সাক্ষী হতে পারছেন। ফ্রান্স ও স্পেনেও এমন পরিষেবা চালু হয়েছে।
অস্ট্রিয়ায় এখনও পর্যন্ত ৫,৫০০-র বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছেন, মৃতের সংখ্যা ৩১।
পরিস্থিতি হাতের বাইরে, করোনা মৃতদের পরিজনের ভিড় কমাতে শেষকৃত্য অনলাইনে দেখানোর কথা ঘোষণা করল ভিয়েনার সৎকার সংগঠনগুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2020 10:52 AM (IST)
এখনও পর্যন্ত এভাবে ৬টি দেহের সৎকার হয়েছে, আরও অনেকেই এই পরিষেবায় আগ্রহ প্রকাশ করেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -