বার্লিন: বিমানে সওয়ার ২০০-র বেশি মানুষ। অথচ নিরাপত্তার বালাই রইল না। এক পাইলট শৌচাগারে রইলেন। অন্য জন জ্ঞান হারিয়ে ফেললেন ককপিটেই। সেই পরিস্থিতিতে, কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়া, টানা ১০ মিনিট আকাশে ভেসে রইল একটি বিমান। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Lufthansa Airlines)

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে স্পেনের সেবিয়ার অভিমুখে রওনা দেওয়া একটি বিমানে এই ঘটনা ঘটে। সম্প্রতি নয়, ঘটনাটি ঘটে একবছর আগেই, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি। কিন্তু এতদিন বিষয়টি জানাজানি হয়নি। অতি সম্প্রতি সেই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেই রিপোর্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। (Viral News)

জানা গিয়েছে, Lufthansa-র Airbus A321 বিমানটি ফ্র্যাঙ্কফুর্ট থেকে সেবিয়া যাচ্ছিল। বিমানে সওয়ার ছিলেন ১৯৯ জন যাত্রী ও ছ'জন বিমানকর্মী। মাঝ আকাশে এক পাইলট শৌচাগারে যান। সেই অবস্থায় দ্বিতীয় পাইলট অসুস্থ বোধ করেন। ককপিটের মধ্য়েই অজ্ঞান হয়ে যান তিনি। ফলে কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়া টানা ১০ মিনিট আকাশে ভেসে ছিল বিমানটি। 

স্পেনের বিমান পরিবহণ কর্তৃপক্ষ CIAIAC-র তদন্তে এই ঘটনা উঠে এসেছে। Lufthansa জানিয়েছে, তদন্তের রিপোর্টটি এখনও হাতে পায়নি তারা। তাদের তরফেও ওই ঘটনা আলাদা করে খতিয়ে দেখা হয়। কিন্তু তাতে কী উঠে এসেছে, তা খোলসা করেনি বিমান সংস্থা। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটাননি কেউ। কো-পাইলট অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে ভাগ্য বাল যে অটোপাইলট মোড সক্রিয় ছিল। 

তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় ককপিট থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। ভয়স রেকর্ডারে সেই শব্দ ধরা পড়ে। কো-পাইলট অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, যে পাইলট শৌচাগারে ছিলেন, সেখান থেকে বেরিয়ে ককপিটে ঢুকতে পারছিলেন না তিনি। দরজা খুলছিলেন না কো-পাইলট। বিমানকর্মীরা চেষ্টা করেও খুলতে পারেননি দরজা। এর পর এমার্জেন্সি বোতাম টিপে ককপিটে ঢুকতে উদ্যত হন পাইলট। আর সেই সময়ই বিতর থেকে দরজা খুলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এর পর মাদ্রিদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় কো-পাইলটকে।

গত কয়েক মাসে বিমান দুর্ঘটনার সংখ্য়া লাগাতার বেড়েছে। বিশেষ করে আমেরিকায় পর পর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। আবার মাঝ আকাশে বিমানের সবক'টি শৌচাগার ভরে যাওয়ায়, বিমানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি, পাইলট পাসপোর্ট ভুলে যাওয়ায় বিমান ঘোরানোর নজিরও উঠে এসেছে সম্প্রতি। আর সেই তালিকায় নয়া সংযোজন এই ঘটনা।