লস অ্যাঞ্জেলস: গত ৬০০ বছরের মধ্যে দীর্ঘতম  চন্দ্রগ্রহণ। আজ কার্তিক পূর্ণিমার দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। যা শতাব্দীর মধ্যে দীর্ঘতম। একটি বড়় অংশের জন্য দৃশ্যমান হবে। পুরো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশের জন্য এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মেঘমুক্ত আকাশে এই দৃশ্য দেখতে পাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের কয়েকটি অংশ থেকেও।


আজ শুক্রবার, বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে বিকেল ৪ টে ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড গ্রহণ চলবে। সূর্য (Sun) এবং চাঁদের (Moon)মাঝখানে চলে আসবে পৃথিবী (Earth)। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন ১৮ মিনিট পরে সর্বোচ্চ গ্রহণের সময়ে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যাকে অনেক সময় 'ব্লাড মুন' (Blood Moon)ও বলা হয়ে থাকে। জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর দেড়টার পরে গ্রহণ পৌঁছবে সর্বোচ্চ শিখরে। 


প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতের (India) কিছু অংশ দেখা নাও যেতে পারে। যদিও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। হিসেব কষে দেখা গিয়েছে, অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)এবং অসমের (Assam) পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের গ্রহণ দেখা যাবে। 


১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ বার এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। আবারও এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ পরবর্তীতে দেখা যেতে পারে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।


আরও পড়ুন: বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে নিলেন তথাগত রায় ! সায় দিলেন ফিরহাদও, কী বললেন?