দিল্লি স্টেশনে আজব মেশিন, সিট আপ করলেই বেরচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম টিকিট!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2020 03:39 PM (IST)
একটি ভিডিও ট্যুইটে পোস্ট করে তিনি মজা করে লিখেছেন, পয়সা বেচে যাচ্ছে, সঞ্চয় যেমন হচ্ছে, আবার ফিটনেসও হচ্ছে।
Bengaluru: Union Finance Minister Arun Jaitley has proposed to allocate Rs 131,000 crore as capital and development expenditure for the Indian railways during fiscal 2017-18. He also proposed to introduce 'Coach Mitra' facility -- a single window complaint system to maintain railway cleanliness. (Photo: IANS)
নয়াদিল্লি: আজব মেশিনই বটে। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে ফ্রি প্ল্যাটফর্ম টিকিটের একটি যন্ত্র বসানো হয়েছে যার সামনে দাঁড়িয়ে সিট আপ করতে হবে, তবেই বেরবে টিকিট! এই বিস্ময় সৃষ্টিকারী মেশিন ঘিরে তুমুল কৌতূহল যাত্রীমহলে। যাত্রীরা এক ঝলক মেশিনটি দেখতে ভিড় করছেন। এমনকী খোদ রেলমন্ত্রী পীযূষ গয়ালও অদ্ভূত মেশিন বসানো নিয়ে ট্যুইট করেছেন। একটি ভিডিও ট্যুইটে পোস্ট করে তিনি মজা করে লিখেছেন, পয়সা বেচে যাচ্ছে, সঞ্চয় যেমন হচ্ছে, আবার ফিটনেসও হচ্ছে। ফিটনেস রক্ষায় উত্সাহ দিতে এক অভিনব এক্সপেরিমেন্ট চলছে। ভিডিওটিতে একটি ছেলেকে সিট আপ দিতে দেখা যাচ্ছে। এজন্য় গয়ালের প্রশংসা করে আরেক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করেছেন, রেলমন্ত্রীর অভিনব প্রয়াস। শরীর-স্বাস্থ্যরক্ষার সঙ্গে আর্থিক সাশ্রয়, সঞ্চয়ও। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে বসানো এই মেশিনের সামনে ব্যায়াম করলে প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাচ্ছে। আসুন, আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ফিট ইন্ডিয়া আন্দোলনে সামিল হই। रेल मंत्री @PiyushGoyal जी का एक अनोखा तथा गजब का प्रयोग। स्वास्थ्य के साथ बचत भी! दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर लगाई गयी यह मशीन के सामने व्यायाम करने से प्लाट्फ़ोर्म टिकट निशलक मिल सकता है। आइए हम सब, प्रधानमंत्री @narendramodi जी के #FitIndiaMovement पहल से जुड़ें। https://twitter.com/PiyushGoyal/status/1230743572816617472 …