Madan Mitra: এবার রবীন্দ্র-গায়ক মদন, মুখ্যমন্ত্রীর পরামর্শের পরদিনই চারটি গান রেকর্ড

Madan Mitra Rabindra Sangeet: "উনি পরশুদিন ফোন করেছিলেন আমায়। বললেন শোনো এখন আমাদের সকলকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। তখন আমার মনে হল, আমি যেন সেই নব্বইয়ে ফিরে গেলাম।"

Continues below advertisement

ঋত্বিক মণ্ডল, কলকাতা: ওহ লাভলি সুপার হিট। এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) গলায় রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরামর্শ দেওয়ার পরদিনই চারটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করলেন তিনি। নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে এবার তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত।                                          

Continues below advertisement

মদন মিত্র বলেন, "উনি পরশুদিন ফোন করেছিলেন আমায়। বললেন শোনো এখন আমাদের সকলকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। তখন আমার মনে হল, আমি যেন সেই নব্বইয়ে ফিরে গেলাম। হঠাৎ করে আমার মধ্যে সুর চলে এল।" বুধবারই মধ্যমগ্রামের প্রশাসনিক মঞ্চ থেকে মদন মিত্রকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনকে তিনি বলেন, "তুমি অন্য কিছু গাইছ না তো, রবীন্দ্রসংগীত ছাড়া?" এরপর কামারহাটির বিধায়ক বলেন, "আমি এখন স্রেফ রবীন্দ্রসংগীত নিয়েই আছি"। মমতা হেসে বলেছিলেন- ওকে, ঠিক আছে।                                   

আরও পড়ুন, কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর

দলনেত্রীর নির্দেশই যেন শিরোধার্য হল। ২৪ ঘণ্টাও কাটল না। ৪-টে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক স্টুডিওয় রেকর্ড হল মদন মিত্রর গান। মদন মিত্রের কথায়, "উনি পরশু ফোন করেছিলেন, নস্টালজিয়া জাগিয়ে দিয়েছেন।" 


বিধানসভা ভোটের আগে গেয়েছিলেন ও লাভলি! মদন মিত্রর রঙিন হিট!এবার দলনেত্রীর নির্দেশে টেস্ট চেঞ্জ। তৃণমূল নেতা বলেন, "ও লাভলি তো অনেক হল, বয়সও তো হচ্ছে.."। মদন মিত্রর গানের ডালি এখানেই শেষ নয়। দুর্গাপুজোর আগে কামারহাটির বিধায়ক ধরা দেন একেবারে অন্য অবতারে। এবার সেই মদন মিত্রর গলাতেই রবীন্দ্রসঙ্গীত। সব দেখে শুনে আপাতত কামারহাটির তৃণমূল বিধায়কের ফ্যান-ফলোয়াররা একটাই কথা বলছেন, ওহ্ লাভলি!

Continues below advertisement
Sponsored Links by Taboola