ভোপাল: হাতে আর একদিন। আগামীকাল মধ্যপ্রদেশে শক্তি পরীক্ষা কমল নাথ সরকারের। তার আগে, তৎপরতা তুঙ্গে কংগ্রেস ও বিজেপি--উভয় শিবিরেই।
সোমবার বিধানসভায় আস্থা ভোট হবে বলে জানিয়েছেন রাজ্যপাল লালজি টন্ডন। গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
এর জন্য রবিবার দলীয় বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করল বিজেপি। সেখানে বলা হয়েছে, প্রত্যেক বিধায়ককে অবশ্যই বিধানসবায় উপস্থিত থাকতে হবে। অন্যদিকে, জয়পুরের রিসর্ট থেকে ভোপালে ফিরেছেন ৭৪ কংগ্রেস বিধায়কও। এদিন হরিশ রাওয়াতের সঙ্গে সকলে ফেরেন। তাঁদের রাখা হয়েছে একটি পাঁচতারা হোটেলে।
রাজ্যপালের কাছে দরবার করে সোমবার আস্থা ভোটের দাবি জানিয়েছিল বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে রাতেই আস্থা ভোটের দিন স্থির করেন রাজ্যপাল।
ইতিমধ্যে মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। বিদ্রোহ ঘোষণা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এদিকে, শনিবার ৬ বিধায়কের ইস্তফা গ্রহণ করেন মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মধ্যপ্রদেশ: সোমবার আস্থাভোটে পরীক্ষা কমলনাথের, জয়পুর থেকে ফিরলেন কং-বিধায়করা, প্রস্তুত বিজেপিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2020 02:24 PM (IST)
সোমবার বিধানসভায় আস্থা ভোট হবে বলে জানিয়েছেন রাজ্যপাল লালজি টন্ডন
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -