LIVE UPDATE: মধ্যপ্রদেশে গভীর সঙ্কটে কমল নাথ সরকার, সিন্ধিয়ার পর কংগ্রেস ছাড়লেন ২২ বিধায়ক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Mar 2020 08:55 PM

প্রেক্ষাপট

ভোপাল: মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এমনটাই খবর সূত্রের। রাহুল-প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য, রবিবার বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাজ্যসভার টিকিট এবং কেন্দ্রীয় মন্ত্রিত্ব দাবি করেন বলে...More


বিজেপি নেত্রী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আত্মীয়া যশোধরা সিন্ধিয়া জানালেন, আমি খুব খুশি এবং ওঁকে অভিনন্দন জানাই। এটি 'ঘরে ফিরে আসা'। মাধবরাও সিন্ধিয়া জনসংঘতে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন। জ্যোতিরাদিত্যকে কংগ্রেসে অবহেলা করা হচ্ছিল।