মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ম একেবারেই অভিনব। মাস্ক না পরে রাস্তায় কাউকে বেরতে দেখলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং ধৃতকে কোভিড-১৯-এর উপর রচনা লিখতে দিচ্ছে। এতে একদিকে যেমন উদাসীন নাগরিককে শাস্তি দেওয়া যাবে, তেমনই কোভিড সচেতনতারও প্রসার ঘটবে বলে মনে করছে প্রশাসন।
গোয়ালিয়রের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন এই নয়া পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যাতে অতিমারির প্রসার কমানো যায়। কাউকে মাস্কবিহীন হয়ে রাস্তায় ঘুরতে দেখলে তাকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হচ্ছে। সঙ্গে রচনা লেখার শাস্তি দেওয়া হবে সচেতনতা বৃদ্ধির জন্য। নিয়ম চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবারই রাস্তায় আচমকা টহল দিয়ে পুলিশ মাস্কবিহীন ২০ জনকে আটক করেছে। তাদেরকে প্রথমে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ওপেন জেলে নিয়ে যাওয়া হয়। তারপর রচনা লিখতে দেওয়া হয় কোভিড নিয়ে।