ভোপাল: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দিরে মধ্যে দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি। মধ্যপ্রদেশে বেঘোরে মৃত্যু কমপক্ষে নয় শিশুর। গুরুতর আহত আরও চার শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। কারণ গত দু'দিনে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। (Wall Collapse Death)


মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সেখানকার হরদয়াল মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। মাটির শিবলিঙ্গ বানানোর কাজে শামিল হয়েছিলেন শিশুরা। ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবেই মাটির শিবলিঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়েই মারা যায় নয় শিশু। (Madhya Pradesh Wall Collapse)


সাগরের জেলাশাসক দীপক আর্য জানিয়েছেন, গত কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টি চলছিল। যে বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, সেটিরও বয়স হয়েছিল, জীর্ণ অবস্থা টিকেছিল। ভারী বৃষ্টির জেরেই বাড়িটির দেওয়াল ভেঙে বড়ে বলে মত তাঁর। ঘটনার পর তড়িঘড়ি বুলডোজার আনা হয় মন্দির চত্বরে। ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের দেহ উদ্ধার হয়। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। 



আরও পড়ুন: World War 3: ৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা ভারতীয় নস্ত্রাদামুসের


জেলাশাসক জানিয়েছেন, মন্দির চত্বরে তাঁবু খাটিয়ে অনুষ্ঠান চলছিল। ওই তাবুর ভিতরে মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুগুলি। সেই সময়ই দেওয়ালটি ভেঙে পড়ে। মন্দির চত্বর থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে এবং তার নীচে আর কেউ চাপা পড়ে নেই বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিধায়ক গোপাল ভার্গব। পুলিশ এবং জেলা প্রশাসনের অধিকারিকদের থেকে রিপোর্ট নেন তিনি। 


মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃত শিশুদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার ব্য়বস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। আহত শিশুদের পরিবারকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোবিন্দ রাজপুত। মৃতদের সকলের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।


তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একদিন আগেই, রেওয়া জেলায় দেওয়াল চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। তাদের সকলের বয়স ছিল পাঁচ থেকে সাত বছরের মধ্যে। স্কুল থেকে ফেরার পথে একটি বাড়ির দেওয়াল ভেঙে তাদের মাথায় পড়ে। ওই বাড়ির মালিকককে গ্রেফতার করেছে পুলিশ।