কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবছর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। আর সর্বকালীন রেকর্ড গড়ে এবছর পাশের হার ১০০ শতাংশ। জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন পড়ুয়া ৬৯৭ পেয়েছে। সকাল দশটা থেকে জানা যাবে ওয়েবসাইটে, চোখ রাখুন wb10.abplive.com-এ। পরীক্ষা বাতিল হওয়ায় প্রকাশিত হচ্ছে না মেধাতালিকা। আজই মিলবে মার্কশিট। 


ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে


এদিন সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ প্রায় সাড়ে নয় লক্ষ পড়ুয়া প্রথম বিভাগে পাশ করেছে। পর্ষদ সূত্রে খবর, প্রথম দশে প্রায় হাজার ছাত্রছাত্রীর নাম রয়েছে। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ এবং ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। 


Madhyamik Result 2021 Updates: মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম ৭৯ জন


করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিকল্প নম্বর-বিধি। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ বছরের মাধ্যমিকের মার্কশিট। জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলাল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। পড়ুয়ারা মার্কশিট পাবে আজ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, তবে সরাসরি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেওয়া হবে না। অভিভাবকদের দেওয়া হবে মার্কশিট। এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে মার্কশিটের সঙ্গে। পরীক্ষা না হওয়ায় অ্যাডমিট কার্ড বিতরণ হয়নি। 


মাধ্যমিকের ফল সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে